ধোনি তাঁকে সবরকমভাবে সমর্থন করবেন বলে দাবি স্মিথের
নাম তাঁর একই রয়েছে। খেলেনও তিনি সেই ক্রিকেট। কিন্তু বদলে গিয়েছে অনেককিছুই। এখন আর তিনি আইপিএল দল পুণে সুপারজায়েন্টসের রাজা নন। বরং একজন সৈনিক। এই প্রথম অধিনায়ক নন একজন সাধারণ ক্রিকেটার হিসাবে আইপিএলে খেলতে নামবেন মহেন্দ্র সিং ধোনি। খেলবেন স্টিভ স্মিথের নেতৃত্বে। আইপিএল শুরুর আগেই ধোনিকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন পুণে কর্তারা।
![ধোনি তাঁকে সবরকমভাবে সমর্থন করবেন বলে দাবি স্মিথের ধোনি তাঁকে সবরকমভাবে সমর্থন করবেন বলে দাবি স্মিথের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/01/82112-dhoni1-4-17.jpg)
ওয়েব ডেস্ক: নাম তাঁর একই রয়েছে। খেলেনও তিনি সেই ক্রিকেট। কিন্তু বদলে গিয়েছে অনেককিছুই। এখন আর তিনি আইপিএল দল পুণে সুপারজায়েন্টসের রাজা নন। বরং একজন সৈনিক। এই প্রথম অধিনায়ক নন একজন সাধারণ ক্রিকেটার হিসাবে আইপিএলে খেলতে নামবেন মহেন্দ্র সিং ধোনি। খেলবেন স্টিভ স্মিথের নেতৃত্বে। আইপিএল শুরুর আগেই ধোনিকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন পুণে কর্তারা।
আরও পড়ুন চোটের জন্য আইপিএল থেকে বাদ পড়ছেন একের পর এক মহাতারকা
তবে ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক আজও ভাল বলে জানিয়েছেন স্মিথ। অসি অধিনায়ক জানিয়েছেন ফোনে ধোনির সঙ্গে কথা হয়েছে তাঁর। মাঠে ধোনি তাঁকে সবরকমভাবে সমর্থন করবেন বলে দাবি স্মিথের।