বর্ষসেরা ফুটবলারকে খেলাচ্ছেই না ব্রিটিশ কোচ, চিন্তা বাড়ছে ইস্টবেঙ্গলের
ডংকে নিয়ে চিন্তা বাড়ছে ইস্টবেঙ্গলে। লিগে পাঁচ ম্যাচে পাঁচ জয়। সাতে সাতের লক্ষ্যে এগিয়ে চলেছে মরগ্যান ব্রিগেড। তার মধ্যে ব্রিটিশ কোচকে কাঁটার মত বিঁধছে কোরিয়ান মিডফিল্ডারের ফর্ম। মরগ্যান শুরু থেকে খেলাতেই পারছেন না গতবছরের বর্ষসেরা ফুটবলারকে। এখনও পর্যন্ত লিগে একটা গোল করেছেন ডং। সেটাও আবার পেনাল্টি থেকে। ইতিমধ্যেই ডংকে আই লিগের দলে রাখা নিয়ে নিয়ে প্রশ্ন উঠে গেছে ক্লাবে। ডংকে নিয়ে অস্বস্তির মধ্যেই গতম্যাচে গোল হজম না করা স্বস্তি দিচ্ছে ইস্টবেঙ্গল শিবিরকে। লিগের শুরু থেকেই ডিফেন্স নিয়ে সমালোচনার মুখে পড়তে পড়তে হয়েছে মরগ্যানকে। তবে টালিগঞ্জ ম্যাচে ক্যালাম-অর্ণবরা যা খেলেছেন, তাতে যথেষ্ট আত্মবিশ্বাসী ব্রিটিশ কোচ।
ব্যুরো: ডংকে নিয়ে চিন্তা বাড়ছে ইস্টবেঙ্গলে। লিগে পাঁচ ম্যাচে পাঁচ জয়। সাতে সাতের লক্ষ্যে এগিয়ে চলেছে মরগ্যান ব্রিগেড। তার মধ্যে ব্রিটিশ কোচকে কাঁটার মত বিঁধছে কোরিয়ান মিডফিল্ডারের ফর্ম। মরগ্যান শুরু থেকে খেলাতেই পারছেন না গতবছরের বর্ষসেরা ফুটবলারকে। এখনও পর্যন্ত লিগে একটা গোল করেছেন ডং। সেটাও আবার পেনাল্টি থেকে। ইতিমধ্যেই ডংকে আই লিগের দলে রাখা নিয়ে নিয়ে প্রশ্ন উঠে গেছে ক্লাবে। ডংকে নিয়ে অস্বস্তির মধ্যেই গতম্যাচে গোল হজম না করা স্বস্তি দিচ্ছে ইস্টবেঙ্গল শিবিরকে। লিগের শুরু থেকেই ডিফেন্স নিয়ে সমালোচনার মুখে পড়তে পড়তে হয়েছে মরগ্যানকে। তবে টালিগঞ্জ ম্যাচে ক্যালাম-অর্ণবরা যা খেলেছেন, তাতে যথেষ্ট আত্মবিশ্বাসী ব্রিটিশ কোচ।