ডালমিয়ার কথাতেই পরিষ্কার, ফিক্সিংকাণ্ডে কতটা জেরবার বোর্ড

ফিক্সিং কান্ডে জেরবার বিসিসিআই নতুন সচিব বেছে ফেললেও বাকি থেকে গেল নতুন কোষাধ্যক্ষ নিয়োগের কাজ। বৃহস্পতিবার বোর্ডের কার্যনির্বাহী প্রধান জগমোহন ডালমিয়া ঘোষনা করেন সঞ্জয় জাগদালের জায়গায় নতুন সচিব হচ্ছেন বরোদার সঞ্জয় প্যাটেল। কেরলের টি বেঙ্কটেশের নাম কোষাধ্যক্ষ পদে শোনা গেলেও এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে জানান ডালমিয়া।

Updated By: Jun 6, 2013, 08:44 PM IST

ফিক্সিং কান্ডে জেরবার বিসিসিআই নতুন সচিব বেছে ফেললেও বাকি থেকে গেল নতুন কোষাধ্যক্ষ নিয়োগের কাজ। বৃহস্পতিবার বোর্ডের কার্যনির্বাহী প্রধান জগমোহন ডালমিয়া ঘোষনা করেন সঞ্জয় জাগদালের জায়গায় নতুন সচিব হচ্ছেন বরোদার সঞ্জয় প্যাটেল। কেরলের টি বেঙ্কটেশের নাম কোষাধ্যক্ষ পদে শোনা গেলেও এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে জানান ডালমিয়া।
 
ডালমিয়া এদিন জানিয়ে দেন দশই জুন দিল্লিতে বোর্ডের কর্মসমিতির বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হবে। সেখানে রাজ কুন্দ্রা- শিল্পা শেঠিদের নাম ফিক্সিংয়ে জড়িয়ে পড়া নিয়ে আলোচনা হবে বলে তিনি জানান। পাশাপাশি জানিয়ে দেন জাগদালে সরে দাঁড়ানোয় বোর্ডের তদন্ত কমিশনের বাকি দুই সদস্য অবসরপ্রাপ্ত দুই বিচারপতি জয়রাম চোথা এবং আর বালসুব্রামনিয়মই তদন্তের কাজ চালাবেন।
কবে তদন্ত শেষ হবে, কী ব্যবস্থা নেওয়া হবে বা রবি সাওয়ানির রিপোর্টের ভিত্তিতে শ্রীসন্থদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সেসম্পর্কে কিছু জানাননি ডালমিয়া। শুধু জানিয়েছেন দোষীরা কেউ ছাড় পাবে না।

.