আম্পায়ারিং বিতর্কে অ্যাডভান্টেজ পেল না বাংলা
ব্যুরো: রাজকোটে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত অ্যাডভান্টেজ পেতে দিল না বাংলাকে। তামিলনাড়ুর কৌশিক গান্ধীর একটি এলবি ডব্লুর আবেদন নাকচ করা নিয়ে ক্ষোভের সঞ্চার হয় বঙ্গ শিবিরে। বাংলার অধিনায়ক মনোজ তেওয়ারি থেকে শুরু করে কোচ সাইরাজ বাহুতুলে সকলেরই দাবি কৌশিক আউট ছিলেন। বাংলার থিঙ্কট্যাঙ্ক মনে করছে ওই সময় কৌশিক গান্ধী আউট হলে দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় থাকত বাংলা।
সোমবার সুদীপ চ্যাটার্জির শতরান ও অগ্নিভ পানের অর্ধশতরানের সৌজন্যে প্রথম ইনিংসে বাংলা তিনশো সাইত্রিশ রান করে। সুদীপ একশো ও অগ্নিভ উনষাট করেন। এরপর তামিলনাড়ুর মাত্র পাঁচ রানের মাথায় ওয়াশিংটন সুন্দরকে ফিরিয়ে দিয়ে শুরুটা বেশ ভাল করেন বাংলার পেসার অশোক দিন্দা। সায়ন ঘোষের বলে ব্যক্তিগত পনেরো রানের মাথায় কৌশিক গান্ধীর বিরুদ্ধে এলবি ডব্লুর জোরালো আবেদন করেন বাংলার ফিল্ডাররা। কিন্তু দক্ষিণ আফ্রিকার আম্পায়ার লুবাবালো তা নাকচ করে দেন। শেষ পর্যন্ত তামিলনাড়ু দিনের শেষে এক উইকেটে ষাট রান তোলে। কৌশিক পঁচিশ রানে অপরাজিত থাকেন।