Budget 2021: অর্থমন্ত্রীর ভাষণেও Team India-র রমরমা, রাহানেদের 'সার্টিফিকেট' নির্মলার

একদিন আগেই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) ভারতীয় দলের প্রশংসা করেছিলেন। 

Updated By: Feb 1, 2021, 01:44 PM IST
Budget 2021: অর্থমন্ত্রীর ভাষণেও Team India-র রমরমা, রাহানেদের 'সার্টিফিকেট' নির্মলার

নিজস্ব প্রতিবেদন-  এমন সাফল্যের রেশ তো বহুদিন থাকারই কথা। থাকছেও। Union Budget-এর মাঝেও Team India-র জয়জয়কার। এদিন বাজেট পেশ করার আগেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) অজিঙ্ক রাহানের ভারতীয় দলকে প্রশংসায় ভরিয়ে দেন। Australia-র মাটিতে সিরিজ জয়ের পর গোটা দেশ ভারতীয় দলের গুণগান করছে। প্রথম টেস্টে ৩৬ রানে গুটিয়ে যাওয়ার পর কেউই হয়তো আশা করেননি, এই দল সিরিজ জিতে ফিরতে পারে। অজি পেস অ্যাটাককে দুরমুশ করে ভারতীয় ব্যাটসম্যানরা দাপট বজায় রেখেছিলেন। চোটে জর্জরিত টিম ইন্ডিয়া একবারের জন্যও আত্মবিশ্বাস হারায়নি। আর তারই পুরস্কার ছিল এই অসাধারণ সিরিজ জয়। ভারতীয় ক্রিকেট ইতিহাসকে যা সমৃদ্ধ করেছে।

এদিন নির্মলা সীতারমন বাজেট পেশের আগে বললেন, ''এই সিরিজ জয় ঐতিহাসিক। বহুদিন এই সাফল্য ভারতীয় সমর্থকদের মনে গেঁথে থাকবে। যে সব ক্রিকেটাররা পিছনের সারিতে ছিলেন তাঁরাও সামনে এসে পারফর্ম করেছে। ২০২১ সালের শুরুটাই Team India করল দারুনভাবে। দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার চোট পেয়েছিল। তবুও সাহস হারায়নি ভারতীয় দল। কমবয়সী ক্রিকেটারদের নিয়েই দল গড়া হয়েছিল। আর সেই দলই অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে ফিরেছে। এই জয়ের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ২-১ ব্যবধানে এই সিরিজ জয় ভারতের ক্রিকেট ইতিহাসে অধ্যায় হয়ে থাকবে।''

আরও পড়ুন-  IND VS ENG: PM Modi ও অমিত শাহকে নেমন্তন্ন BCCI-র, থাকতে পারেন মোতেরায়

একদিন আগেই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) ভারতীয় দলের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, চলতি মাসে ক্রিকেট পিচ থেকে সুখবর এসেছে। শুরুতে হতাশা ছিল। তবে শেষ পর্যন্ত ভারতীয় দলেরই জয়জয়কার হয়েছে। ভারতীয় দলের ক্রিকেটারদের কঠোর পরিশ্রম ও টিমওয়ার্ক এই জয়ের ভিত। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের জন্য ভারতীয় দলকে অনেক শুভেচ্ছা। প্রশংসার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিল BCCI

.