Nikhat Zareen, CWG 2022 : জোরাল পাঞ্চে ইতিহাসে 'সোনার মেয়ে' জারিন

প্রথমবার কমনওয়েলথ গেমসে নেমেই ইতিহাস গড়লেন নিখাত জারিন। সোনা জিতে নিজের জাত চেনালেন ভারতের মহিলা বক্সার। 

Updated By: Aug 7, 2022, 07:36 PM IST
Nikhat Zareen, CWG 2022 : জোরাল পাঞ্চে ইতিহাসে 'সোনার মেয়ে' জারিন
ইতিহাস গড়ার পর নিখাত জারিন। ছবি : টুইটার

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় (Team India) মহিলা বক্সার (Boxing) নিখাত জারিনের (Nikhat Zareen) বিজয়রথ ছুটছেই। চলতি বছরেই বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ভারতে ফিরেছিলেন তিনি। এ বার কেরিয়ারের প্রথম কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022) খেলতে এসে ফাইনালে পৌঁছে সোনা জিতলেন এই বক্সার। বিপক্ষের ইউনাইটেড কিংডমের ক্যারলি এমসি নুলকে লাগাতার পাঞ্চ মেরে ৫০ কেজি বিভাগে সোনা নিজের নামে করলেন নিখাত। এই জয়ের পর চলতি কমনওয়েলথে ১৭টি সোনা জিতল ভারত। 

প্রথম রাউন্ডে ১০-৯ ব্যবধানে জেতার পর দ্বিতীয় রাউন্ডেও দাপট বজায় রাখেন নিখাত। সেই রাউন্ডেও ১০-৯ ব্যবধানে এগিয়ে ছিলেন ভারতীয় বক্সার। এরপর তৃতীয় রাউন্ডেও দাপট বজায় রাখেন তিনি। ফলে চলতি বছর সোনা জয়ের হ্যাটট্রিক করলেন নিখাত। 

আরও পড়ুন: Bhavina Patel, CWG 2022 : কাঁদলেও পরবর্তী টার্গেট জানিয়ে দিলেন ভাবিনাবেন প্যাটেল

আরও পড়ুন: CWG 2022: এলধোস পলদের হাত ধরে ইতিহাস গড়ল ভারতের অ্যাথলেটিক্স দল

গত বছর টোকিয়ো অলিম্পিক্সের যাওয়া হয়নি নিখাতের। বাছাই পর্বে মেরি কম বাজিমাত করায় সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করে বিতর্কের সম্মুখীন হয়েছিলেন নিখাত। তবে চলতি বছরে নিখাত সাফল্যের মধ্য দিয়েই যাচ্ছেন। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ইউরোপে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ফিরেছেন তিনি। এ বার কমনওয়েলথ গেমসেও তিনি চমক দেখালেন ২৬ বছরের 'সোনার মেয়ে'। জিতলেন কেরিয়ারের প্রথম কমনওয়েলথ পদক। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.