জাতীয় দলের হয়ে নতুন চ্যালেঞ্জের সন্ধানে মেসি, ব্রাজিল ফুটবলের খোলনলচে বদলের প্রস্তাব নেইমারের
বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হারের হতাশা ভুলে জাতীয় দলের হয়ে নতুন চ্যালেঞ্জের সন্ধানে লিওনেল মেসি। উনিশশো নব্বই সালের পর আবার বিশ্বকাপের ফাইনালে খেলেছে আর্জেন্টিনা। ফাইনালে হারলেও,দীর্ঘসময় পর আবার আর্জেন্টিনার জাতীয় দল নিয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। আন্তর্জাতিক ফুটবল মঞ্চে আর্জেন্টিনার পুরনো গরিমা ফিরিয়ে আনতে পেরে খুশি মেসি। বিশ্বকাপের হারের পর সমর্থকরা যেভাবে পাশে থেকেছেন,তার জন্য সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছেন চারবারের ব্যলন ডি অর জয়ী। আগামী বছর কোপা আমেরিকায় নামছে আর্জেন্টিনা। মেসির অধিনায়কত্বে লাতিন আমেরিকার সেরা টুর্নামেন্টে সেরাটা উজাড় করে দিতে চায় বিশ্বকাপের ফাইনালিস্টরা।
আর্জেন্টিনা: বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হারের হতাশা ভুলে জাতীয় দলের হয়ে নতুন চ্যালেঞ্জের সন্ধানে লিওনেল মেসি। উনিশশো নব্বই সালের পর আবার বিশ্বকাপের ফাইনালে খেলেছে আর্জেন্টিনা। ফাইনালে হারলেও,দীর্ঘসময় পর আবার আর্জেন্টিনার জাতীয় দল নিয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। আন্তর্জাতিক ফুটবল মঞ্চে আর্জেন্টিনার পুরনো গরিমা ফিরিয়ে আনতে পেরে খুশি মেসি। বিশ্বকাপের হারের পর সমর্থকরা যেভাবে পাশে থেকেছেন,তার জন্য সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছেন চারবারের ব্যলন ডি অর জয়ী। আগামী বছর কোপা আমেরিকায় নামছে আর্জেন্টিনা। মেসির অধিনায়কত্বে লাতিন আমেরিকার সেরা টুর্নামেন্টে সেরাটা উজাড় করে দিতে চায় বিশ্বকাপের ফাইনালিস্টরা।
ব্রাজিল ফুটবলের খোলনলচে বদলাবার প্রস্তাব দিলেন নেইমার। বার্সেলোনার তারকা স্ট্রাইকার মনে করেন,জাতীয় দলকে উন্নতি করতে হলে, ব্রাজিলের ক্লাবগুলোর ট্রেনিং পদ্ধতি বদলাতে হবে। স্থানীয় ক্লাবগুলোর ইউরোপীয় ক্লাবগুলোর ট্রেনিং পদ্ধতি অবলম্বন করা উচিত করে মনে করেন নেইমার। ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে সাত-এক গোলে হেরে বিদায় নিতে হয় সেলেকাওদের। লজ্জাজনক হারের ময়নাতদন্ত চলছে এখনও। সেই ময়নাতদন্তে সামিল হয়ে নেইমার জানাচ্ছেন,জার্মানি বা স্পেনের ফুটবলের থেকে অনেকটাই পিছিয়ে ব্রাজিল ফুটবল।