Neymar Controversy: ফের নতুন বিতর্ক! এবার নাইট ক্লাবে মারপিট করে নিজের চাপ বাড়ালেন নেইমার

একটি মিউজিক কনসার্টে উপস্থিত হয়েছিলেন নেইমার। ব্রাজিলীয় শিল্পী থিয়াগিনহোর কনসার্টে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর অন্তঃসত্ত্বা বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি। সেই কনসার্টে অপর এক ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 8, 2023, 05:44 PM IST
Neymar Controversy: ফের নতুন বিতর্ক! এবার নাইট ক্লাবে মারপিট করে নিজের চাপ বাড়ালেন নেইমার
ফের চাপে নেইমার। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেইমার মানেই নিত্যনতুন বিতর্ক। মাঠের বাইরে তার আচার-আচরণ, ব্যবহার সব সময় বিতর্ক বাড়িয়েছে। সাম্প্রতিক সময় নানা নেতিবাচক কারণে উঠে এসেছেন খবরের শিরোনামে।যত সময় যাচ্ছে নেইমার যেন আরও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। বর্তমানে ফুটবলের অফ সিজন চলছে। আর এমন সময়ে দেশে ফিরেছেন ব্রাজিলীয় তারকা নেইমার। সেখানেই ঝামেলায় জড়িয়ে পড়েছেন তিনি। রিও ডি জেনিরোতে নাইট ক্লাবে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি।

একটি মিউজিক কনসার্টে উপস্থিত হয়েছিলেন নেইমার। ব্রাজিলীয় শিল্পী থিয়াগিনহোর কনসার্টে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর অন্তঃসত্ত্বা বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি। সেই কনসার্টে অপর এক ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। প্রথমে প্রচন্ড চেঁচামেচি হয়। সেখান থেকে ব্যাপারটা গড়ায় হাতাহাতিতে। একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করতে শুরু করেন। নাইট ক্লাবের সিকিউরিটি হস্তক্ষেপ করতে বাধ্য হন।

আরও পড়ুন: IND vs PAK, ICC ODI World Cup 2023: বাবর আজমদের বিশ্বকাপ খেলা ঠিক করবে পাক প্রধানমন্ত্রী-বিলাওয়ালের নেতৃত্বাধীন কমিটি

আরও পড়ুন: Tamim Iqbal: শেখ হাসিনা আসরে নামতেই অবসরের সিদ্ধান্ত বদল! বিশ্বকাপ খেলবেন তামিম

এই ঘটনা পরে নেইমার জনসমক্ষে তাঁর অন্তঃসত্ত্বা বান্ধবীর কাছেও ক্ষমা চান। তাঁকে ঠকানোর জন্য জনসমক্ষে ক্ষমা চান তিনি। তাঁর বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কে থাকার পরেও তাঁকে ঠকিয়ে অন্য মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন নেইমার। সেইজন্য ক্ষমা চান তিনি।

সমস্যার এখানেই শেষ নয়। ব্রাজিলের উপকূলীয় শহর মাঙ্গারাটিবায় ১০ হাজার বর্গমিটারের নেইমারের একটি বাড়ি রয়েছে। সেখানেই একটি কৃত্রিম হ্রদ তৈরি করে সমস্যায় পড়েছেন তিনি। এই হ্রদ তিনি বেআইনি ভাবে তৈরি করেছেন বলে স্থানীয় প্রশাসন দাবি করেছে। যার কারণে ৩.৩ মিলিয়ন আমেরিকান ডলার জরিমানা করা হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.