বিদ্যুত্ গতিতে নিকোলসকে রান আউট করলেন কোহলি, দেখুন ভিডিয়ো
সত্যিই কোন পর্যায়ে ফিটনেসকে উন্নীত করলে এমন রান আউট করা যায় তা চোখে না দেখলে বিশ্বাস করা খুব কঠিন।
নিজস্ব প্রতিবেদন: ভারত অধিনায়ক বিরাট কোহলি মানেই আগ্রাসন। মাঠে সেই আগ্রাসন যেন অন্য মাত্রা পায়। সেই আগ্রাসনের সঙ্গে যদি ফিটনেসের মিশেল হয় তাহলে তো আর কথাই নেই। বিরাটের কাছে সেই আগ্রাসন আর ফিটনেসের সংজ্ঞা বোধ হয় অন্য কিছুই। সত্যিই কোন পর্যায়ে ফিটনেসকে উন্নীত করলে এমন রান আউট করা যায় তা চোখে না দেখলে বিশ্বাস করা খুব কঠিন। বুধবার হ্যামিলটনে বিদ্যুত্ গতিতে হেনরি নিকোলসকে আউট করলেন ক্যাপ্টেন কোহলি।
Jaw dropping stuff from @imVkohli.
Another brilliant run-out by the Skip
Live - https://t.co/ewSrnE8I9m #NZvIND pic.twitter.com/Wr5tObqWzP
— BCCI (@BCCI) February 5, 2020
একদিনের সিরিজের প্রথম ম্যাচে ৩৪৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ২৮ ওভার শেষে বেশ ভালো জায়গাতেই তখন নিউ জিল্যান্ড। ক্রিজে তখন হেনরি নিকোলস আর রস টেলর। ঠিক তখনই ২৯ তম ওভারে ডাইভ দিয়ে বিরাট কোহলির একটা থ্রো উইকেট ভেঙে দিল। রান আউট হেনরি নিকোলস।
Henry Nicholls run out by Kohli.
What a Run Out. #NZvIND #ViratKohli #StarSports pic.twitter.com/xq86K8HHgf— Sushil Kengare (@Sushil9917172) February 5, 2020
বিদ্যুত্ গতিতে বিরাটের রান আউট। যেন চোখের পলক পড়ার আগেই উইকেট ভেঙে দিলেন। ফিটনেস কোন পর্যায়ে থাকলে তবে মাঠে এমন ফিল্ডিং করা যায় সেটাই আবার সকলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বিরাট কোহলি। এই রান আউটে ম্যাচের মোড় অবশ্য ঘোরাতে পারেননি ভারত অধিনায়ক। রস টেলরের অপরাজিত শতরানে একদিনের সিরিজের প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতে নেয় কিউইরা।
আরও পড়ুন - বিশ্বকাপ সেমি ফাইনালে শিষ্য যশস্বীর সেঞ্চুরি গ্যালারি থেকে লুকিয়ে দেখলেন গুরু