IND vs NZ 3rd ODI:রাহুলের সেঞ্চুরি; কিউইদের ডেরায় হোয়াইটওয়াশের লজ্জা ঢাকতে কোহলিদের পুঁজি ৩০০-র কম রান
তৃতীয় একদিনের ম্যাচেও ব্যর্থ মায়াঙ্ক-পৃথ্বি ওপেনিং জুটি। ব্যর্থ বিরাট কোহলিও।
নিজস্ব প্রতিবেদন: কেএল রাহুলের সেঞ্চুরি। শ্রেয়স আইয়ারের হাফ সেঞ্চুরিতে ভর করে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে ৩০০ রানের গণ্ডি টপকাতে পারল না টিম ইন্ডিয়া। কিউইদের ডেরায় হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মরিয়া কোহলিদের পুঁজি ৩০০-র ও কম রান। তৃতীয় একদিনের ম্যাচেও ব্যর্থ মায়াঙ্ক-পৃথ্বি ওপেনিং জুটি। ব্যর্থ বিরাট কোহলিও।
হ্যামিলটনের পর অকল্যান্ড- পর পর দুটো একদিনের ম্যাচ হেরে তিন ম্যাচের একদিনের সিরিজ আগেই হাতছাড়া হয়েছে কোহলি অ্যান্ড কোম্পানির। মঙ্গলবার মাউন্ট মাউনগানুইতে শেষ একদিনের ম্যাচে কিউইদের নেতৃত্বে ফিরলেন কেন উইলিয়ামসন। কিন্তু ওয়ান ডে সিরিজে রানে ফিরতে পারলেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। টস জিতে অবশ্য প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
এদিনও মায়াঙ্ক আগরওয়াল-পৃথ্বি শ ওপেনিং জুটি আবারও ব্যর্থ। ১ রানে সাজঘরে ফিরলেন মায়াঙ্ক। ব্যাট হাতে একদিনের সিরিজে খারাপ ফর্ম অব্যাহত ভারত অধিনায়কের। ফিরলেন মাত্র ৯ রানে। পৃথ্বি শ ৪০ রান করে আউট হন। এরপর শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল জুটি ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন। ৬২ রানে শ্রেয়স আইয়ার ফিরলেও রাহুল একদিনের ক্রিকেটে তাঁর চতুর্থ সেঞ্চুরিটি এদিন করলেন। ১১২ রান করেন কেএল।
KL Rahul walked out to bat at 62/3. His 4th ODI has put India in sight of 300!
New Zealand have aided India's recovery by missing a couple of run out chances.#NZvIND pic.twitter.com/kRlLFLQbtJ
— ICC (@ICC) February 11, 2020
এদিন কেদার যাদবের পরিবর্তে খেলেন মনীশ পাণ্ডে। তিনি করেন ৪২ রান। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৬ রান করে ভারত। কিউই পেসার হামেশ বেনেট ৪টি উইকেট নেন। ভারতকে হোয়াইট ওয়াশ করতে কিউইদের সামনে টার্গেট ২৯৭ রানের।
আরও পড়ুন - অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে হাতাহাতির জেরে কোন ক্রিকেটারের কী শাস্তি হল, জানুন