ছ'বলে ছয় ছক্কা, যুবরাজ সিংয়ের কথা আবার মনে পড়ে গেল ক্রিকেট বিশ্বের

 টি-২০ ক্রিকেটে প্রথমবার এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড তো তাঁরই ছিল। 

Updated By: Jan 5, 2020, 03:37 PM IST
ছ'বলে ছয় ছক্কা, যুবরাজ সিংয়ের কথা আবার মনে পড়ে গেল ক্রিকেট বিশ্বের

নিজস্ব প্রতিবেদন : ফের এক ওভারে ছয় ছক্কা। তাও আবার টি-২০ ক্রিকেটে। আর তার পরই ক্রিকেট বিশ্বের মনে পড়ে গেল যুবরাজ সিংয়ের কথা। টি-২০ ক্রিকেটে প্রথমবার এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড তো তাঁরই ছিল। নিউ জিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মারার রেকর্ড গড়লেন লিও কার্টার। টি-২০ ক্রিকেটে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এমন রেকর্ড গড়লেন তিনি।

যুবরাজ সিংয়ের পর ২০১৭ সালে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রস হুইটলি এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন। এর পর তৃতীয় ব্যাটসম্যান হিসাবে টি-২০ ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কা হাঁকান আফগানিস্তানের হযরতউল্লাহ জাজাই। লিও কার্টার এই তালিকায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে যুক্ত হলেন। ক্রিকেট ইতিহাসে সর্বপ্রথম ওভারে ৬টি ছক্কা হাঁকান ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স। ১৯৬৮সালে। এর পর ১৯৮৫ সালে ঘরোয়া ক্রিকেটে ভারতের বর্তমান ক্রিকেট কোচ রবি শাস্ত্রী ছয় ছক্কা মেরেছিলেন। ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডের বিরুদ্ধে ছয় ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হার্শেল গিবস। টানা ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর কীর্তি রয়েছে ক্রিস গেইল, অ্যালেক্স হেলসেরও।

আরও পড়ুন-  পাকিস্তানকে পাল্টা প্রস্তাব বাংলাদেশের, রেগে ফায়ার পিসিবি

এদিন নর্দান ডিস্ট্রিক্টস টসে জিতে আগে ব্যাট করে ২১৯/৭ তোলে। ক্যান্টারবুরি ব্যাট করতে নেমে  ১৫ ওভার শেষে তুলেছিল ১৫৬/৩। তখনও জয়ের জন্য তাদের ছয় ৬৪ রান দরকার ছিল। ১৬তম ওভারে অ্যান্ট ডেভসিচকে ছটি ছক্কা মারেন কার্টার। ২৯ বলে ৭০ রান করেন তিনি। দলকেও জিতিয়ে দেন। 

.