নতুন দাওয়াই বিসিসিআই-এর
ইংল্যান্ডের মাটিতে হোয়াইট ওয়াশ। এরপর অস্ট্রেলিয়াতেও পরপর দুই টেস্টে ধোনিদের হার বেশ চিন্তায় ফেলে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে। আর এর জেরে বিদেশের মাটিতে পারফরম্যান্সের উন্নতির জন্য এবার নতুন পথে চলার সিদ্ধান্ত নিল বিসিসিআই।
ইংল্যান্ডের মাটিতে হোয়াইট ওয়াশ। এরপর অস্ট্রেলিয়াতেও পরপর দুই টেস্টে ধোনিদের হার বেশ চিন্তায় ফেলে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে। আর এর জেরে বিদেশের মাটিতে পারফরম্যান্সের উন্নতির জন্য এবার নতুন পথে চলার সিদ্ধান্ত নিল বিসিসিআই। ভারতীয় বোর্ডের এক শীর্ষকর্তা জানিয়েছেন অস্ট্রেলিয়া,ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় `এ` দলের সিরিজ চালু করার কথা ভাবছেন তাঁরা । এব্যাপারে ঐ তিন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গেও কথা হয়েছে। তবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এখনও এব্যাপারে চূড়ান্ত কিছু জানায়নি। তাঁর মতে, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের মত ক্রিকেটার এবছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন। তাঁদের জায়গা পূরণ করতে গেলে তরুণ ক্রিকেটারদের আরও বেশি মাত্রায় বিদেশের গতিশীল পিচে খেলিয়ে অভিজ্ঞতা বাড়ানোর প্রয়োজন। আর সেকারণেই ভারতীয় `এ` দলের বিদেশ সফরের সংখ্যা বাড়ানো জরুরি। এর পাশাপাশি দেশের পিচগুলিকেও স্পোটিং পিচ করার দিকে এগোচ্ছে বিসিসিআই। চোট আঘাতের সমস্যা মেটাতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিকে ঢেলে সাজাতে চাইছে বোর্ড। ইংল্যান্ডের মাটিতে ভারতের ভরাডুবির জন্য চোট আঘাতকেই দায়ী করেছিল বিসিসিআই। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে পরপর দুই টেস্টে হারের জন্য ভুল স্ট্র্যাটেজিই দায়ী বলে মনে করেন বোর্ড কর্তারা। তাই অসিদের কাছে হোয়াইটওয়াশ হলে কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দিয়েছে বোর্ড।