মরেও শান্তি নেই ক্রোনিয়ের

মারা গিয়েছেন ১১ বছর হয়ে গেল। তবু আবার গড়াপেটা কেলেঙ্কারিতে নতুন করে অভিযুক্ত হলেন হ্যান্সি ক্রোনিয়ে। ১৩ বছর পর ক্রিকেট বিশ্বের সবচয়ে কলঙ্কিত অধ্যায় গড়াপেটাকাণ্ডের চার্জশিট জমা পড়ছে।

Updated By: Jul 22, 2013, 03:37 PM IST

মারা গিয়েছেন ১১ বছর হয়ে গেল। তবু আবার গড়াপেটা কেলেঙ্কারিতে নতুন করে অভিযুক্ত হলেন হ্যান্সি ক্রোনিয়ে। ১৩ বছর পর ক্রিকেট বিশ্বের সবচয়ে কলঙ্কিত অধ্যায় গড়াপেটাকাণ্ডের চার্জশিট জমা পড়ছে।
সেই সফরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ক্রোনিয়ের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠল, অভিযোগের প্রমাণ জমা পড়ল। ক্রোনিয়ের সঙ্গে বুকিদের ফোনে কথাবার্তায় টেপও জমাও পড়ল।

.