বিরাট কোহলি কিছুতেই হালকাভাবে নিতে রাজি নন শ্রীলঙ্কাকে
Updated By: Jul 22, 2017, 09:27 AM IST
ওয়েব ডেস্ক: দুবছর আগে একবারে অনভিজ্ঞ দল নিয়ে শ্রীলঙ্কা গিয়েছিলেন বিরাট কোহলি। প্রথম টেস্ট হেরেও সিরিজ জিতেছিল কোহলির নেতৃত্বাধীন ভারত। এবার অবশ্য উল্টোচিত্র। আইসিসির টেস্ট ক্রমতালিকায় এক নম্বরে থাকা দল হিসেবে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামছে। তবে কোহলি কিন্তু সতর্ক। তিনি কিছুতেই হালকাভাবে নিতে রাজি নন শ্রীলঙ্কাকে।
আরও পড়ুন হরমনপ্রীত কউরের গর্বিত মা সরাসরি আঙুল তুললেন সমাজের দিকে
দুহাজার পনেরোতো শ্রীলঙ্কা সফরে ভারতের টিম ডিরেক্টর ছিলেন রবি শাস্ত্রী। এবার তিনি কোচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে তার গলাতেও কোহলির সুর।ছাব্বিশে জুলাই থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ।
আরও পড়ুন স্বপ্নের একাদশে ওপেনিং পার্টনার হিসেবে গেইল বিশ্বের কাকে চান জানেন?