Netherlands vs Argentina | FIFA World Cup 2022 Quarterfinal: লুসেলে লঙ্কাকাণ্ড, ডাচদের ভাবনাতেই নেই মেসি! কমলা যোদ্ধা বললেন অন্য নাম
Netherlands vs Argentina: মেসিকে নিয়ে ভাবছেই না নেদারল্যান্ডস শিবির! ডাচ ডিফেন্ডার ন্যাথান আকে বলছেন যে, জুলিয়ান আলভারেজকে রোখা কঠিন হবে।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) একেবারে অন্তিম লগ্নে। হাতে গোনা কয়েক দিন। তারপরেই ফুটবল বিশ্ব পেয়ে যাবে এবারের চ্যাম্পিয়ন দলকে। বিশ্বসেরা হওয়ার জন্য ৩২ দল অংশ নিয়েছিল কাতারে। সেখান থেকে ১৬ হয়ে এখন লড়াই আটের মধ্যে। সেখান থেকে শেষ চার হয়ে দুই এবং এক। আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকে শুরু কোয়ার্টার ফাইনালে (FIFA World Cup 2022 Quarterfinal)। শেষ আটে উঠেছে ক্রোয়েশিয়া, ব্রাজিল, নেদারল্য়ান্ডস, আর্জেন্টিনা, পর্তুগাল, মরক্কো, ইংল্যান্ড ও ফ্রান্স। লুসেল স্টেডিয়ামে মহাযুদ্ধে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা (Netherlands vs Argentina)। যে জিতবে সেই চলে যাবে সেমিফাইনালে। হারলেই আলবিদা।
লুসেলে লঙ্কাকাণ্ড বাঁধার আগে ডাচ ডিফেন্ডার ন্যাথান আকে হুঁঙ্কার ছাড়লেন। সাফ বলে দিলেন যে, তাঁরা এখনও আর্জেন্টাইন মহারথী লিওনেল মেসিকে নিয়ে ভাবেননি। চলতি বিশ্বকাপে মেসি আছেন আগুনে ফর্মে। চার ম্যাচে তিন গোল করেছেন ও করিয়েছেন এক গোল। তাঁকে রুখে দেওয়ার গুরুদায়িত্ব থাকবে আকের কাঁধে। আকে ম্যাচের আগে বলছেন, 'মেসি সর্বকালের অন্য়তম সেরা ফুটবলার। ওকে আটকানো অত্যন্ত মুশকিল হবে। ওকে নিয়ে আমাদের এখনও কথা হয়নি কোনও। আমাদের রিল্যাক্স করার জন্য দিন রয়েছে। সত্যি বলতে আমরা মেসিকে নিয়ে ভাবিইনি। শুধু মেসি নয়, আর্জেন্টিনা দলে একাধিক গ্রেট প্লেয়াররা রয়েছেন। দারুণ ম্যাচ হবে। তবে আমি বলব আমার ম্যাঞ্চেস্টার সিটির সতীর্থ জুলিয়ান আলভারেজের কথা। খুব টেকনিক্যাল প্লেয়ার। ট্রেনিংয়েও ওকে মার্ক করা অত্যন্ত কঠিন। যেমন ক্ষীপ্র, তেমনই ওর ফিনিশিংয়ের দক্ষতা। খুবই কঠিন হবে। মাঠে যেমন ভালো প্লেয়ার, তেমনই মাঠের বাইরেও দারুণ মানুষ। শান্ত প্রকৃতির ছেলে। ও ইংরেজি শিখছে, অন্য পরিবেশ থেকে এসেছে। নতুন ওর কাছে ব্যাপারটা। তবে বলব ভালো মানিয়ে নিয়েছে।' নেদারল্যান্ডসের বিরুদ্ধে স্কালোনির রণনীতিতে মেসির পাশে লওতারো মার্টিনেজ এবং আলভারেজকে দেখা যেতে পারে।
আরও পড়ুন: Lionel Messi | FIFA World Cup 2022: অপ্রতিরোধ্য মেসিই আর্জেন্টিনার পরবর্তী প্রেসিডেন্ট!
আর্জেন্টিনা কাতারের অভিযান শুরু করেই মুখ থুবড়ে পড়েছিল। সৌদি আরব ২-১ হারিয়ে দেয় লা আলবিসেলেস্তেদের। তবে এরপরেই আর্জেন্টিনা ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে আগুনে ফুটবল খেলতে শুরু করে সব হিসেব বদলে দিয়েছে। প্রথম ম্যাচ হারা মেসি অ্যান্ড কোং এখন চলে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। আগামী শুক্রবার লুসেল স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে হারাতে পারলেই মেসিরা চলে যাবেন শেষ চারে। এখন দেখার ১৯৮৬ সালের পর আর্জেন্টিনা ফের কাপ জিততে পারে কিনা!