জাঁকজমকের সঙ্গেই উদযাপিত হচ্ছে নেহরু কাপের প্লাটিনাম জুবিলি

প্রাথমিকভাবে সব মহাদেশের একটি করে দল আনতে চাইছে তারা। তাই এবারের নেহরু কাপে ভারতীয় ফুটবল দলের সঙ্গে খেলতে দেখা যেতে পারে পর্তুগাল, নাইজেরিয়া, ব্রাজিলের অলিম্পিক দলের মত ফুটবল দলকে।

Updated By: Apr 25, 2012, 11:54 PM IST

ফেডারেশনের প্লাটিনাম জুবিলি উপলক্ষে এবার জাঁকজমকের সঙ্গে নেহরু কাপ করতে চাইছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। প্রাথমিকভাবে সব মহাদেশের একটি করে দল আনতে চাইছে তারা। তাই এবারের নেহরু কাপে ভারতীয় ফুটবল দলের সঙ্গে খেলতে দেখা যেতে পারে পর্তুগাল, নাইজেরিয়া, ব্রাজিলের অলিম্পিক দলের মত ফুটবল দলকে।
দিল্লি, পুণেসহ বেশ কয়েকটি শহরে নেহেরু কাপের ম্যাচ করতে চাইছে ফেডারেশন। পরিকল্পনা চূড়ান্ত করতে বৃহস্পতিবার ফেডারেশনের প্লাটিনাম জুবিলির কমিটির বৈঠক ডাকা হয়েছে দিল্লিতে।

.