অ্যাথলেটিক্সে প্রথম সোনা আনলেন নীরজ চোপড়া
৮৬.৪৭ মিটার চলতি মরসুমে সেরা তাঁর পারফরম্যান্স। এই ইভেন্টেই ভারতের বিপিন কাসানা পঞ্চম স্থানে শেষ করেন।
নিজস্ব প্রতিবেদন : মেরি কম, সঞ্জীব রাজপুত, গৌরব সোলাঙ্কির পর শনিবার কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে এল আরও একটি সোনা। বর্শা নিক্ষেপে (জ্যাভলিন থ্রো) ভারতকে সোনার পদক এনে দিলেন নীরজ চোপড়া। গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্সে প্রথম সোনা আনলেন নীরজ।
And it's the throw of the year for #TeamIndia in Athletics!#NeerajChopra delivers for all the wait; throws his #PersonalBest of 86.47 in #GC2018Athletics winning India its first Individual Gold Medal in the #GC2018 #CommonwealthGames #Congratulations @Neeraj_chopra1 pic.twitter.com/WK4OkYTard
— IOA - Team India (@ioaindia) April 14, 2018
শনিবার শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন ২০ বছরের নীরজ। হরিয়ানার এই জ্যাভলিন থ্রোয়ার চার বারের চেষ্টায় যথাক্রমে ৮৫.৫০ মিটার, ৮৪.৭৮ মিটার, ৮৬.৪৭ মিটার এবং ৮৩.৪৮ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করেন। এদিন অন্যান্য প্রতিযোগীদের কার্যত পিছনে ফেলে দিলেন তিনি। ৮৬.৪৭ মিটার চলতি মরসুমে সেরা তাঁর পারফরম্যান্স। এই ইভেন্টেই ভারতের বিপিন কাসানা পঞ্চম স্থানে শেষ করেন।
Delighted to know that Neeraj Chopra has won GOLD in Men's Javelin Throw at #GC2018Athletics Many congratulations #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) April 14, 2018
আরও পড়ুন- গোল্ড কোস্টে সোনার সকালে উজ্জ্বল গৌরব-সঞ্জীব