Commonwealth Games-Neeraj Chopra: নীরজের নেতৃত্বে ৩৭ সদস্যের দল যাচ্ছে বার্মিংহ্যামে

লং জাম্পার জেসউইন আলড্রিন ও ম্যারথনার শ্রীনু বুগাথা ফেডারেশন কাপে এএফআই-এর মানদণ্ড স্পর্শ করেছিলেন। কিন্তু তাঁদের রাখা হয়নি। হাইজাম্পায় তেজস্বীন শঙ্করও সম্প্রতি এনসিএএ ২.২৭ মিটার মার্ক স্পর্শ করেন, তিনিও বাদ পড়েছেন।

Updated By: Jun 17, 2022, 02:28 PM IST
Commonwealth Games-Neeraj Chopra: নীরজের নেতৃত্বে ৩৭ সদস্যের দল যাচ্ছে বার্মিংহ্যামে
এবার নেতা নীরজ

নিজস্ব প্রতিবেদন: ২৮ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত বার্মিংহ্যামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022)। ভারতের অলিম্পিক্স সোনা জয়ী নীরজ চোপড়ার (Neeraj Chopra) নেতৃত্বে ৩৭ সদস্যের দল প্রতিনিধিত্ব করবে কমনওয়েলথে। জানিয়ে দিল দ্য অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (The Athletics Federation of India)। তবে যে তালিকা সর্বভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন প্রকাশ করেছে, সেখানে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। আগামী ২৫-২৬ জুন কাজাখস্তানে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর ইভেন্ট রয়েছে (World Athletics Continental Tour event)। সেখানে বেশ কিছু ভারতীয় অ্যাথলিটের যোগ্যতা প্রমাণ করতে হবে। তারপরেই তালিকা চূড়ান্ত হবে।

লং জাম্পার জেসউইন আলড্রিন ও ম্যারথনার শ্রীনু বুগাথা ফেডারেশন কাপে এএফআই-এর মানদণ্ড স্পর্শ করেছিলেন। কিন্তু তাঁদের রাখা হয়নি। হাইজাম্পায় তেজস্বীন শঙ্করও সম্প্রতি এনসিএএ ২.২৭ মিটার মার্ক স্পর্শ করেন, তিনিও বাদ পড়েছেন। এএফআই সভাপতি আদিল সুমারিওয়ালা বলেন, "কিছু অ্যাথলিটের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট নই। কাজখস্তানে তাদের প্রমাণ করেই কমনওয়েলথে যেত হবে।"  শট-পুটার তাজিন্দর পাল সিং তুর ও ডিসকাস থ্রোয়ার সীমা পুনিয়াও তালিকায় নেই।

৩৭ সদস্যের দল: 

পুরুষ দল: অবিনাশ সাবলে (৩০০০, ৫০০০ মিটার স্টেপলচেজ), আমোজ জ্যাকব, মোয়া নির্মল টম, আরোকিয়া রাজীব, মহম্মদ আজমল, নাগানথন পান্ডি, রাজেশ রমেশ (৪x৪০০ মিটার রিলে), নীতেন্দর রাওয়াত (ম্যারাথন), নীরজ চোপড়া, মনু ডিপি, রোহিত যাদব (জ্যাভলিন), এম শ্রী শঙ্কর, মহম্মদ আনিস ইয়াহিয়া (লং জাম্প), আবদুল্লা আবুবকর, প্রবীণ চিত্রাভেল, এলধোস পল (ট্রিপল জাম্প), সন্দীপ কুমার, অমিত (১০ কিমি হাঁটা)

মহিলা দল: ধনলক্ষ্মী (১০০ মিটার, ৪x১০০ মিটার রিলে), জ্যোতি ইয়ারাজি (১০০ এমএইচ), মনপ্রীত কউর (শট পুট), অনু রানি (জ্যাভলিন), ঐশ্বর্য বি (লং জাম্প, ট্রিপল জাম্প), অ্যানসি সোজন (লং জাম্প), ভাবনা জাট, প্রিয়াঙ্কা গোস্বামী (১০ কিমি হাঁটা), হিমা দাস, দ্যুতি চাঁদ, শ্রাবণী নন্দা, জিলনা এমভি, সিমি এনএস (৪x১০০ মিটার রিলে)

শর্তসাপেক্ষে প্রবেশ: তাজিন্দর পাল সিং তুর (শট পুট), নভজিৎ কউর ও সীমা পুনিয়া (ডিসকাস থ্রো), সরিতা আর সিং ও মঞ্জু বালা দেবী (হ্যামার থ্রো) ও শিল্পা রানি (জ্যাভেলিন)
 

আরও পড়ুন: Ranji Trophy, Bengal vs Madhya Pradesh: ফাইনালে যেতে বাংলার লক্ষ্য ৩৫০, হাতে সময় দেড় দিন

আরও পড়ুনFIFA World Cup 2026: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৩ দেশের ১৬ শহরে!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

 

.