Naveen-ul-Haq: মাত্র তিন শব্দে গলেছিল বরফ, কে প্রথম কাছে এসেছিল? জানালেন আফগানি

Naveen-ul-Haq Finally Reveals How He and Virat Kohli Broke The Ice: সদ্য় শেষ হওয়া বিশ্বকাপে, বিরাট কোহলি ও নবীন উল হক একে অপরের কাছে এসেছিলেন। তাঁদের সম্পর্কের বরফ গলেছিল। এবার নবীন জানালেন কে প্রথম কাছে এসেছিল।

Updated By: Dec 4, 2023, 01:41 PM IST
Naveen-ul-Haq: মাত্র তিন শব্দে গলেছিল বরফ, কে প্রথম কাছে এসেছিল? জানালেন আফগানি
নবীন-বিরাটের কাছে আসার সেই মুহূর্ত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট কোহলি ও নবীন-উল-হক (Virat Kohli, Naveen-ul-Haq)। ভারতের ব্য়াটিং মায়েস্ত্রো ও আফগানিস্তানের এক তরুণ পেসার। পাশাপাশি নাম দু'টো বসলেই, কিছুদিন আগে পর্যন্তও সকলের মাথায় চলে আসত আদায়-কাঁচকলায়, সাপে-নেউলের মতো শব্দবন্ধ। কারণ এই দুই ক্রিকেটার চলতি বছর আইপিএলে (IPL 2023) বিরাট ঝামেলায় জড়িয়ে ছিলেন। যার জন্য় তাঁদের জরিমানাও দিতে হয়েছিল। এমনকী পরেও তাঁরা সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ জারি রেখেছিলেন। এরপর থেকে নবীনকে ভারতের কোনও মাঠে খেলতে দেখলেই বিরাটের ফ্যানরা ভারতের প্রাক্তন অধিনায়কের নামে মাঠ সরগরম করেন। তবে সদ্য় শেষ হওয়া বিশ্বকাপে (CWC23) বৈরিতা বদলে গিয়েছিল বন্ধুতায়। 

আরও পড়ুন: Arshdeep Singh: 'ভেবেছিলাম কালপ্রিট হয়ে যাব...'! দলকে জিতিয়ে নায়ক অর্শদীপ বলছেন এমনই

বিশ্বকাপে ভারত-আফগানিস্তান ম্য়াচ চলাকালীন দেখা গিয়েছিল একেবারে অন্য দৃশ্য়। রোহিত শর্মা আউট হওয়ার পর যখন শ্রেয়স আইয়ার ক্রিজে এসেছিলেন, তখন নবীন গিয়ে বিরাটের সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন এবং তাঁর কোমর জড়িয়ে ধরেন। দু'জনের মুখেই ছিল হাসি। এই দৃশ্যের স্থির চিত্র ও ভিডিয়ো ফুটেজ সোশ্যাল মিডিয়ায় তখন রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। সকলেরই হৃদয় জয় করে নেয় এই মুহূর্ত। বিশ্বকাপের পরেই, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন নবীন। তাঁকে আইপিএল খেলতে দেখা যাবে লখনউ সুপার জায়ান্টসেই। এলএসজি তাঁকে ধরে রেখেছে। বিশ্বকাপের মধ্য়ে ঝামেলা মিটিয়ে নেওয়ার প্রসঙ্গে নবীন এক সাক্ষাৎকারে বলেছেন, 'রোহিত আউট হওয়ার পরেই ড্রিংকস ব্রেক ছিল। এরপর আমি লং-অনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তখন কোহলিকে দেখি। ও আমাকে এসে বলে এস শেষ করি। তখন আমিও বলি হ্য়াঁ, এবার শেষ করি। ও মনের মধ্য়ে কিছু রাখেনি আর আমিও রাখিনি।' বিরাট-নবীন বুঝিয়ে দিলেন বড় জীবনে এসব ছোটখাটো ঘটনা ঘটতেই থাকে। 

আরও পড়ুন: India Vs Australia: শেষে অসাধারণ অর্শদীপ, আগুনে মুকেশ, রুদ্ধশ্বাস জয় ভারতের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.