নাপোলির স্টেডিয়াম মারাদোনার নামে নামাঙ্কিত হতে চলেছে

ফুটবল কেরিয়ারে নাপোলিতে দীর্ঘ দিন কাটিয়েছেন ফুটবলের রাজপুত্র।

Updated By: Dec 4, 2020, 11:00 PM IST
নাপোলির স্টেডিয়াম মারাদোনার নামে নামাঙ্কিত হতে চলেছে
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: ফুটবলের রাজপুত্রের প্রয়াণের পর নেপলস্-এর মেয়র লুইজি দ্য ম্যাজিস্ট্রেট নাপোলি ফুটবল ক্লাবকে আর্জি জানিয়েছিলেন যে তাদের স্টেডিয়ামের নাম সান পাওলো বদলে দিয়েগো মারাদোনা নামে নামাঙ্কিত করার জন্য। সেই প্রস্তাব মেনে নিয়ে ইতালির ফুটবল জায়ান্ট নাপোলি তাদের হোম গ্রাউন্ডের নামকরণ করতে চলেছে দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়াম নামে।

ফুটবল কেরিয়ারে নাপোলিতে দীর্ঘ দিন কাটিয়েছেন ফুটবলের রাজপুত্র। ১৯৮৭ এবং ১৯৯০ সালে সিরি-এ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মারাদোনা। নাপোলিকে উয়েফা কাপ জিতিয়েছিলেন তিনি। ক্লাবের কিংবদন্তি ফুটবলারের চলে যাওয়ায় কার্যত শোকের আবহে গোটা নেপলস শহর।

মারাদোনার মৃত্যুর পর ইউরোপা লিগের ম্যাচে রিজেকার বিরুদ্ধে প্রিয় তারকা মারাদোনার ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেন নাপোলির ফুটবলাররা।

আরও পড়ুন- ISL 2020-21: প্রথম পয়েন্টের খোঁজে ফাউলারের এসসি ইস্টবেঙ্গল, সামনে নর্থইস্ট ইউনাইটেড এফসি

.