IPL শুরুর আগেই ধোনি-কোহলিদের ডোপ পরীক্ষা করতে চলেছে NADA

এই প্রথমবার আইপিএল-এ ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করতে চলেছে নাডা।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Aug 25, 2020, 02:22 PM IST
IPL শুরুর আগেই ধোনি-কোহলিদের ডোপ পরীক্ষা করতে চলেছে NADA
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে ২০২০ সালের আইপিএল। ইতিমধ্যেই আট ফ্র্যাঞ্চাইজি দল পৌঁছে গিয়েছে আমিরশাহিতে। তবে আইপিএল শুরুর আগে করোনা সুরক্ষা মেনেই বিরাট-ধোনিদের ডোপ পরীক্ষা হবে। এই প্রথমবার আইপিএল-এ ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করতে চলেছে নাডা।

 

ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা NADA এবং আরব আমিরশাহির ন্যাশনাল অ্যান্টি ডোপিং কমিটি  যৌথভাবে ক্রিকেটারদের ডোপ টেস্ট করবে। ইতিমধ্যেই নাডা তাদের পরিকল্পনা তৈরি করে ফেলেছে।
#জানা গিয়েছে আরব আমিরশাহিতে পাঁচটি ডোপ কন্ট্রোল স্টেশন তৈরি করতে চলেছে নাডা।
#দুবাই, আবু ধাবি এবং শারজাতে এবছর আইপিএল হবে। এছাড়াও আমিরশাহিতে আরও দুই জায়গায় বসতে চলেছে ডোপ কন্ট্রোল স্টেশন।
#নাডার পক্ষ থেকে জানান হয়েছে, আইপিএল চলাকালীন ৫০ জন ক্রিকেটারের স্যাম্পেল নেওয়া হবে। যার মধ্যে রক্ত এবং মূত্রের নমুনা সংগ্রহ করা হবে।
#আইপিএল শুরুর আগে এমনকি আইপিএল চলাকালীন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মাদের ডোপ পরীক্ষা করা হবে।
#করোনা পরিস্থিতিতে নো কন্যাক্ট পদ্ধতিতে ডোপ টেস্ট হবে বলে জানিয়েছে নাডা।

আরও পড়ুন - 'ফ্রি হিট'-এর মতো এবার  'ফ্রি বল' চাইছেন অশ্বিন

.