La Liga 2019-20: নাচোর গোলে রিয়ালের জয়, বার্সাকে পিছনে ফেলে শীর্ষে রিয়াল

গত বছর অগাস্ট মাসে লিগের শুরুতেই দুই দলের লড়াই ১-১ গোলে শেষ হয়েছিল।

Updated By: Jan 27, 2020, 04:01 PM IST
La Liga 2019-20: নাচোর গোলে রিয়ালের জয়, বার্সাকে পিছনে ফেলে শীর্ষে রিয়াল

নিজস্ব প্রতিবেদন:  ভ্যালেন্সিয়ার কাছে ০-২ গোলে বার্সোলোনার অপ্রত্যাশিত হার। রিয়াল ভায়োদলিদকে ১-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল রিয়াল মাদ্রিদ।

লা লিগার পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা রিয়াল ভায়োদলিদের বিরুদ্ধে বেশ কষ্ট করেই জিততে হল রিয়াল মাদ্রিদকে। গত বছর অগাস্ট মাসে লিগের শুরুতেই দুই দলের লড়াই ১-১ গোলে শেষ হয়েছিল। তবে ঘরের মাঠে এবার ১২ মিনিটেই কাসেমিরোর গোলে এগিয়ে যেতে পারত রিয়াল মাদ্রিদ। কিন্তু  VAR-এর সাহায্যে রেফারি অফ সাইডের জন্য গোল বাতিল করেন। একের পর এক আক্রমণেও কাঙ্খিত গোল আসছিল না। অবশেষে ৭৮ মিনিটে টনি ক্রুসের ক্রসে হেডে গোল করেন নাচো। ১-০ গোলে ম্যাচ জিতে নেয় রিয়াল মাদ্রিদ।

২১ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার পয়েন্ট ৪৩। বার্সাকে তিন পয়েন্ট পিছনে ফেলে দিল জিনেদিন জিদানের দল।

আরও পড়ুন - ভারতীয় দলের এখনও ধোনিকে প্রয়োজন আছে: সুরেশ রায়না

.