শ্রীনিবাসনের উপর চাপ বাড়াতে ফের নামল বিসিসিআই-এর পরামর্শদাতা কমিটি

এন শ্রীনিবাসনের উপর চাপ বাড়াতে ফের নামল বিসিসিআই-এর পরামর্শদাতা কমিটি। শ্রীনির সংস্থার  তামিলনাড়ু প্রিমিয়ার লিগ নিয়ে কঠোর হচ্ছে বিসিসিআই।  বোর্ডের কার্যকরী সচিব অমিতাভ চৌধুরি কে সিওএ নির্দেশ দিয়েছে ওই লিগে যাতে বাইরের কোনও ক্রিকেটার খেলতে না পারেন। এবছর বাইরের ক্রিকেটারদের খেলানোর উদ্যোগ নিয়েছিল টিএনসিএ।

Updated By: Jun 23, 2017, 10:09 AM IST
শ্রীনিবাসনের উপর চাপ বাড়াতে ফের নামল বিসিসিআই-এর পরামর্শদাতা কমিটি

ওয়েব ডেস্ক: এন শ্রীনিবাসনের উপর চাপ বাড়াতে ফের নামল বিসিসিআই-এর পরামর্শদাতা কমিটি। শ্রীনির সংস্থার  তামিলনাড়ু প্রিমিয়ার লিগ নিয়ে কঠোর হচ্ছে বিসিসিআই।  বোর্ডের কার্যকরী সচিব অমিতাভ চৌধুরি কে সিওএ নির্দেশ দিয়েছে ওই লিগে যাতে বাইরের কোনও ক্রিকেটার খেলতে না পারেন। এবছর বাইরের ক্রিকেটারদের খেলানোর উদ্যোগ নিয়েছিল টিএনসিএ।

আরও পড়ুন অনিল কুম্বলে-বিরাট কোহলির দ্বন্দ্ব শুরু হয়েছিল ঠিক কবে থেকে জানুন

কিন্তু অমিতাভ চৌধুরি বোর্ডের সব রাজ্য সংস্থাকে জানিয়ে দিয়েছেন তারা যাতে কোনও ক্রিকেটারকে ওই টুর্নামেন্টে খেলার অনুমতি না দেন। গোটা ঘটনায় বিস্মিত তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাদের দাবি টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে ও প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ করে দিতে তারা এই উদ্যোগ নিয়েছিলেন।

আরও পড়ুন  অনিল কুম্বলের পদত্যাগের পরও বিন্দুমাত্র সৌজন্য দেখালেন না বিরাট কোহলি

.