Mumbai Indians vs Chennai Super Kings: জানুন হেড-টু-হেড পরিসংখ্যান, রান-উইকেটে শীর্ষে কে?
আইপিএলের (IPL 2022) প্রথম 'এল ক্লাসিকো' আর কয়েক ঘণ্টা পর। মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (Mumbai Indians vs Chennai Super Kings)।
নিজস্ব প্রতিবেদন: কয়েক ঘণ্টা পর নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চলতি আইপিএলের (IPL 2022) প্রথম 'এল ক্লাসিকো'। মুখোমুখি ক্রোড়পতি লিগের দুই হেভিওয়েট মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (Mumbai Indians vs Chennai Super Kings)। হাইভোল্টেজ মহারণের আগে দেখে নিন দুই চ্যাম্পিয়ন টিমের কী পরিসংখ্যান!
মুম্বই-চেন্নাই হেড-টু-হেড
মুম্বই-চেন্নাই আইপিএলে ৩২ বার মুখোমুখি হয়েছে।
মুম্বই জিতেছে ১৯ বার, চেন্নাই জিতেছে ১৩ বার।
শেষ পাঁচবারের সাক্ষাতে মুম্বই ৩ বার ও চেন্নাই ২ বার জিতেছে।
গতবছর আইপিএলে শেষ দেখায় চেন্নাই জেতে ২০ রানে (চেন্নাই ১৫৬/৬, মুম্বই ১৩৬/৮)
চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বইয়ের সর্বোচ্চ রান ২১৯/৬
চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বইয়ের সর্বনিম্ন রান ১৩৬/৮
মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের সর্বোচ্চ রান ২১৮/৪
মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের সর্বনিম্ন রান ৭৯/১০
মুম্বই-চেন্নাই দ্বৈরথের প্রথম তিন সর্বোচ্চ রানশিকারি
১) সুরেশ রায়না ৭১০
২) রোহিত শর্মা ৬৬১
৩) এমএস ধোনি ৫৮৯
মুম্বই-চেন্নাই দ্বৈরথের প্রথম তিন সর্বোচ্চ উইকেটশিকারি
১) ডোয়েন ব্র্যাভো ৩৩
২) লাসিথ মালিঙ্গা ৩১
৩) হরভজন সিং ২৬
আরও পড়ুন: Robin Uthappa, MI vs CSK: 'এল ক্লাসিকো'তে একাধিক মাইলস্টোনের সামনে উথাপ্পা
আরও পড়ুন: Arjun Tendulkar: অর্জুনের লক্ষ্যভেদ! নিখুঁত ইয়র্কার, ছিটকে গেল ১৫.২৫ কোটির ক্রিকেটারের উইকেট