WPL Auction 2023 | Harmanpreet Kaur | Smriti Mandhana: স্মৃতি-হরমনপ্রীত-জেমাইমারা কোন দলে? টাকা উড়ছে মুম্বইয়ে

Women's IPL Auction 2023: মেয়েদের আইপিএলের নিলাম অনুষ্ঠান জমে উঠেছে। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ভাগ্যপরীক্ষায় বসছেন ৪০৯ জন ক্রিকেটার। জেনে নিন হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনা ও জেমিমা রডরিগেজরা কোন দলে গেলেন!

Updated By: Feb 13, 2023, 06:22 PM IST
WPL Auction 2023 | Harmanpreet Kaur | Smriti Mandhana: স্মৃতি-হরমনপ্রীত-জেমাইমারা কোন দলে? টাকা উড়ছে মুম্বইয়ে
নিলামযুদ্ধে স্মৃতি-হরমনপ্রীতরা কী করলেন!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে জমে গিয়েছে উইমেন'স প্রিমিয়র লিগের নিলাম (Women's IPL Auction 2023)। ১৫২৫ জন ক্রিকেটারের নাম প্রথমে নথিভুক্ত করা হয়েছিল। সেখান থেকে ৪০৯ জন ক্রিকেটারকে (২৪৬ জন ভারতীয়, ১৬৩ জন বিদেশি, যাদের মধ্যে ৮ জন অ্যাসোসিয়েট দেশের) বেছে উঠেছেন নিলামে। ৪০৯ জনের মধ্যে মোট ২০২ জন ক্যাপড ও ১৯৯ জন আনক্যাপড প্লেয়ার রয়েছেন। পাঁচ দলের নিলামযুদ্ধে সর্বোচ্চ ৯০টি স্লট ফাঁকা রয়েছে। ৩০টি স্লট থাকছে বিদেশি ক্রিকেটারদের জন্য়। হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur ) ও স্মৃতি মন্ধনার (Smriti Mandhan) মতো ভারতীয় তারকারা গেলেন কোন দলে!

 

হরমনপ্রীত কউর

টিম ইন্ডিয়ার সব ফরম্যাটের ক্যাপ্টেন ও এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হরমনপ্রীত কউর। তাঁর আলাদা করে কোনও বিশেষণের প্রয়োজনই নেই। তাঁর আইডল বীরেন্দ্র শেহওয়াগ। 'সি বল, হিট বল' মন্ত্রে বিশ্বাসী হরমনপ্রীত দেশের হয়ে ১৪৭টি টি-২০ ম্যাচ খেলেছেন। ২৯৫৬ রান করেছেন এখনও পর্যন্ত। রয়েছে সেঞ্চুরিও (১০৩)। ৫০ লক্ষ টাকার বেসপ্রাইজে থাকা হরমনপ্রীতকে নিয়েছে আইপিএলের সব চেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স। ১ কোটি ৮০ লক্ষ টাকায় তিনি আরব সাগরের তীরের ফ্র্যাঞ্চাইজিতে এসেছেন। হরমনপ্রীত বলছেন, 'আমার কাছে সুযোগ এসেছে মুম্বই ইন্ডিয়ান্স টিমকে ভালো দলে পরিণত করার। এর জন্য যা যা করার দরকার আমরা করব।'এই মুহূর্তে হরমনপ্রীতের ভারত দক্ষিণ আফ্রিকায় কুড়ি ওভারের বিশ্বকাপ খেলছে।

আরও পড়ুন: WPL Auction 2023 | Richa Ghosh: মুম্বইতে জমে গিয়েছে নিলামযুদ্ধ! চমকে দিলেন বাংলার রিচা

স্মৃতি মন্ধনা 

২৬ বছরের মুম্বইয়ের কন্যা স্মৃতি পাড়ি দিচ্ছেন বেঙ্গালুরুতে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্মৃতিকে দলে নিতে খরচ করেছে ৩ কোটি ৪০ লক্ষ টাকা। দেশের হয়ে ১১২টি টি-২০ খেলা স্মৃতির ব্যাট থেকে এসেছে ২৬৫১ রান। টি-২০ হোক বা ওয়ানডে স্মৃতির ব্যাট কথা বলে। একবার ক্রিজে সেট হয়ে গেলে স্মৃতি রেয়াত করেন না কোনও বোলারকেই। ৫০ লক্ষ টাকার সর্বোচ্চ বেসপ্রাইজ হরমনপ্রীত ও দীপ্তির সঙ্গে ছিলেন স্মৃতিও। স্মৃতি টি-২০ বিশ্বকাপের জন্য রয়েছেন দক্ষিণ আফ্রিকায়। টিভির পর্দায় নিলাম অনুষ্ঠানে রেখেছিলেন চোখ। আরসিবি তাঁকে নিতেই তিনি লাফিয়ে ওঠেন। সেই মুহূর্তও ভাইরাল হয়ে যায়। 

জেমিমা রডরিগেজ 

২.২ কোটি টাকায় ভারতের স্টাইলিশ ব্যাটারকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ইউপি ওয়ারিয়র্সের সঙ্গে নিলাম টেবলে যথেষ্ট লড়াই করেই জেমিমাকে নিয়েছে দিল্লি। ২২ বছরের মুম্বইয়ের মেয়ে দেশের হয়ে ৭৬টি টি-২০ ম্যাচ খেলে করেছেন ১৬২৮ রান। একটা সময় তাঁকে সোশ্যাল মিডিয়াতে ট্রোল করা হত। জেমাইমা সম্পর্কে লেখা হয়েছিল, 'ইনস্টায় হিরো, মাঠে জিরো!' খারাপ পারফরম্যান্সের জন্য একটা সময় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। সেই জেমাইমাইর লড়াকু ব্যাটেই চলতি টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে বধ করেছে ভারত। চাপের মুখে ৩৮ বলে ৫৩ রানে অপরাজিত থেকে নিউল্যান্ডসের কেপটাউন স্টেডিয়ামের বাইশ গজে রাজত্ব করেছেন তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.