বাউন্সি পিচে পড়তেই আইপিলের `বাঘরা` চ্যাম্পিয়ন্স লিগে `ইদুঁর`
ভারতের পিচে আইপিএলে এই দলগুলোই একেবারে বাঘের মত খেলেছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার জীবন্ত পিচে পড়েই বেশ খারাপ অবস্থা আইপিএলের `বাঘেদের`। শনিবার রাতে কলকাতা নাইট রাইডার্সের পর জীবন্ত পিচে রবিবারের `শহিদ` হল চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। ফ্যাঞ্চাইজি ক্রিকেট বিশ্বকাপের শুরুতেই আইপিএলের দলগুলোর অবস্থা বেশ খারাপ।
ভারতের পিচে আইপিএলে এই দলগুলোই একেবারে বাঘের মত খেলেছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার জীবন্ত পিচে পড়েই বেশ খারাপ অবস্থা আইপিএলের `বাঘেদের`।
শনিবার রাতে কলকাতা নাইট রাইডার্সের পর জীবন্ত পিচে রবিবারের `শহিদ` হল চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। ফ্যাঞ্চাইজি ক্রিকেট বিশ্বকাপ হিসাবে পরিচিত চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টির শুরুতেই আইপিএলের দলগুলোর অবস্থা বেশ খারাপ। রবিবার যেভাবে অনামী দলের কাছে হারতে হল সচিন, ধোনিদের তা দেখে অনেকেই বলতে শুরু করেছেন আইপিএলের বাঘরা চ্যাম্পিয়ন্স লিগে ইদুঁর। অবশ্য `পিকচার আভি বাকি হ্যায় মেরা দোস্ত`বলার সুযোগ গম্ভীর, সচিন. ধোনিদের কাছে এখনও আছে।
রবিবার সিডনি সিক্সার্সের কাছে ১৪ রানে হারে আইপিএলের সবচেয়ে ধারাবাহিক সফল দল চেন্নাই সুপার কিংস। দিনের পরের ম্যাচে আবার সচিন তেন্ডুলকর- রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটে উড়িয়ে দিল লায়ন্স।