MS Dhoni, IPL 2022, CSKvsPBKS: চিতার ক্ষিপ্রতায় Bhanuka Rajapaksa-কে রান আউট করলেন 'থালা', ভিডিও ভাইরাল
বুঝিয়ে দিলেন বয়স ৪০ হলেও, এখনও একইরকম ফিট ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর শরীরে চালসে পড়েনি।
নিজস্ব প্রতিবেদন: ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে মোক্ষম সময় মুশফিকুর রহিমকে রান আউট আপনাদের মনে আছে? সেই স্মৃতি ফের উসকে দিলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তবে এ বার আরও ক্ষুরধার মেজাজে। অনেকটা চিতার মতো। পঞ্জাব কিংসের (Punjab Kings) ওপেনার ভানুকা রাজাপক্ষকে ( Bhanuka Rajapaksa) একেবারে চিতার গতিতে রান আউট করলেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) 'থালা'। সোশ্যাল মিডিয়ার যুগে সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল।
Swift. Sharp. Sensational! @msdhoni just did the MS Dhoni thing to complete a stunning run-out! #TATAIPL | #CSKvPBKS | @ChennaiIPL
IndianPremierLeague (@IPL) April 3, 2022
কী হয়েছিল? দ্বিতীয় ওভারের দ্বিতীয় বল মিড উইকেটের দিকে খেলে রান নিতে গিয়েছিলেন ভানুকা। ক্রিস জর্ডন তাঁর ফলো থ্রুতে বল তুলে উইকেটের দিকে ছুঁড়ে দিয়েছিলেন। বল উইকেটের কাছে আসতেই দেখা যায় মূল ক্রিজ থেকে প্রায় ১২ মিটার দূরে ছিলেন ধোনি। এ দিকে ভানুকা মাঝ পিচ পর্যন্ত চলে গেলেও, মূল ক্রিজ থেকে তাঁর দূরত্ব ছিল মাত্র নয় মিটার। তবে ধোনির চিতার মতো গতির কাছে হার মেনে গেলেন শ্রীলঙ্কার এই ব্যাটার। ২৩ কিলোমিটার গতিবেগে দৌড়ে এসে শরীরকে শুন্যে ভাসিয়ে স্টাম্প ভেঙে দিলেন মাহি।
IndianPremierLeague (@IPL) April 3, 2022
বুঝিয়ে দিলেন বয়স ৪০ হলেও, এখনও একইরকম ফিট ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর শরীরে চালসে পড়েনি। দুরন্ত ক্যাচ, বিদ্যুত্গতির স্টাম্প-আউট, অসাধারণ রান-আউটে ধোনি বহুবার ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন একাই। রবিবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ফের একবার রান-আউটের ক্ষেত্রে দেখা গেল মাহির মুন্সিয়ানা।
আরও পড়ুন: CSK vs PBKS, IPL 2022: মাঠে পা দিয়েই ফের কোন রেকর্ড গড়লেন MS Dhoni? জানতে পড়ুন
আরও পড়ুন: MS Dhoni, IPL 2022: Suresh Raina-র কোন রেকর্ড ভেঙে দিতে পারেন 'ক্যাপ্টেন কুল'? জেনে নিন