নিজে থেকে নেতৃত্ব ছাড়ব না, পরিষ্কার জানালেন ধোনি
তাঁর বড় প্রশংসক আজ যে পরামর্শটা দিলেন তাকে উড়িয়ে দিয়ে মহেন্দ্র সিং ধোনি জানিয়ে দিলেন তিনি নিজে থেকে অধিনায়কত্ব ছাড়ার কথা আদৌ ভাবছেন না। মাহি বললেন, "এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরাই"। রাজকোটে ওয়ানডে সিরিজ শুরুর আগে ধোনি জানিয়ে দেন আগের সব কিছু তাঁর কাছে ইতিহাস, তিনি আবার নতুন করতে শুরু করতে চান।
তাঁর বড় প্রশংসক আজ যে পরামর্শটা দিলেন তাকে উড়িয়ে দিয়ে মহেন্দ্র সিং ধোনি জানিয়ে দিলেন তিনি নিজে থেকে অধিনায়কত্ব ছাড়ার কথা আদৌ ভাবছেন না। মাহি বললেন, "এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরাই"। রাজকোটে ওয়ানডে সিরিজ শুরুর আগে ধোনি জানিয়ে দেন আগের সব কিছু তাঁর কাছে ইতিহাস, তিনি আবার নতুন করতে শুরু করতে চান।
আজই রাহুল দ্রাবিড় পরামর্শ দিয়ে ধোনিকে বলেছিলেন, একদিন এবং টি-২০-র নেতৃত্ব থেকে সরে টেস্টে অধিনায়ক হিসাবে মনোনিবেশ করতে। তবে ধোনিকে এখনই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাবে সায় নেই প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়ের।
ধোনিকে খেলার প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোরও পরামর্শ দিয়েছেন ভারতের একদা ডিপেন্ডেবল ব্যাটসম্যান। একদিনের এবং টি-২০ ক্রিকেটে গৌতম গম্ভীরকে অধিনায়ক করা যেতে পারে বলে জানিয়েছেন দ্রাবিড়। কোনও এক ধরনের ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার কথা তিনি ভাবছেন কিনা, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মাহি বলেন, "না কোনও প্রশ্নই নেই"। একই সঙ্গে তিনি বলেছেন, ক্রিকেট দলগত খেলা, দলের প্রত্যেককেই নিজের ওপর বিশ্বাস রাখতে এবং নিজের দায়িত্ব পালন করতে হবে"।