আম্রপালির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহেন্দ্র সিং ধোনি!
২০০৯ সালে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হন এমএসডি।
নিজস্ব প্রতিবেদন : আম্রপালি গ্রুপের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই সংস্থার থেকে এখনও ৪০ কোটি টাকা পাওনা বকেয়া রয়েছে ধোনির।
রিয়াল এস্টেট সংস্থা আম্রপালি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন ধোনি। ২০০৯ সালে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হন এমএসডি। এরপর ছয় বছর ধরে তাঁকে বিভিন্ন সময়ে ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের জন্যে ব্যবহার করে এই আম্রপালি সংস্থা। এরপর জানা যায় বাড়ি কিনতে এসে কয়েক হাজার গ্রাহকের সঙ্গে প্রতারণা করেছে আম্রপালি গ্রুপ। ২০১৬ সালে এই সংস্থার বিভিন্ন গ্রাহকরা প্রতারিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেন। তখনই সেই চুক্তি থেকে বেরিয়ে আসেন এমএস ধোনি। শুধু ধোনি একা নন, তাঁর স্ত্রী সাক্ষীও এই সংস্থার নানা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
আরও পড়ুন - IPL 2019, KKRvKXIP: রাশেল বনাম গেইল! 'মাঁকড়ীয়' আবহেই আজ নন্দন কাননের মহারণে 'বীরজারা'
এদিকে, আম্রপালি গ্রুপের প্রকল্পে গৃহীত প্রায় বিয়াল্লিশ হাজার ফ্ল্যাটের ক্রেতাদের দায়ের করা পিটিশনগুলিও সুপ্রিম কোর্ট আটক করেছে। এদিকে ধোনিও তাঁর দাবি প্রমাণ করতে সংস্থার সঙ্গে সব চুক্তির নথিপত্র শীর্ষ আদালতে জমা দিয়েছেন।