ইতিহাস সৃষ্টি করলেন মৌমা দাস এবং মনিকা বাত্রা

  অলিম্পিকে এবার ইতিহাস গড়েছেন ভারতের মেয়েরা। দুটো মাত্র পদক জিতেছেন ভারতীয় খেলোয়াড়রা। দুজনেই মহিলা ক্রীড়াবিদ। একটি খেলা কুস্তি আর অন্যটি ব্যাডমিন্টন। অলিম্পিকে না হলেও এবার ইতিহাস হল টেবল টেনিসে। আর ইতিহাস সৃষ্টি করলেন মৌমা দাস এবং মনিকা বাত্রা। টেবিল টেনিসের চেক ওপনের সেমিফাইনালে পৌঁছে নয়া নজির গড়ল মৌমা-মনিকা জুটি।

Updated By: Sep 3, 2016, 07:25 PM IST
ইতিহাস সৃষ্টি করলেন মৌমা দাস এবং মনিকা বাত্রা

ওয়েব ডেস্ক:  অলিম্পিকে এবার ইতিহাস গড়েছেন ভারতের মেয়েরা। দুটো মাত্র পদক জিতেছেন ভারতীয় খেলোয়াড়রা। দুজনেই মহিলা ক্রীড়াবিদ। একটি খেলা কুস্তি আর অন্যটি ব্যাডমিন্টন। অলিম্পিকে না হলেও এবার ইতিহাস হল টেবল টেনিসে। আর ইতিহাস সৃষ্টি করলেন মৌমা দাস এবং মনিকা বাত্রা। টেবিল টেনিসের চেক ওপনের সেমিফাইনালে পৌঁছে নয়া নজির গড়ল মৌমা-মনিকা জুটি।

আরও পড়ুন নায়কের জন্মদিনেই তো জন্মেছিলেন বাঙালির সেরা কল্পনা!

জার্মান জুটিকে তিন-দুই গেমে হারিয়ে শেষ চারে জায়গা পাকা করে ভারতের নতুন মহিলা জুটি। এই প্রথম কোনও মেজর টুর্নামেন্টের শেষ চারে পৌঁছল ভারতের জুটি। এর আগে বুলগারিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন মৌমারা।

আরও পড়ুন  বিরাট কোহলিদের ফিটনেসের উপর এবার বাড়তি গুরুত্ব দিতে চলেছে বিসিসিআই

 

.