ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি কোন দেশের ক্রিকেটাররা করেছেন জানেন?
আজ ওয়ানডে ক্রিকেটের প্রথম শতরানের জন্মদিন বলতে পারেন। ১৯৭২ সালে আজকের দিনে মানে ২৪ অগাস্টই ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটা করেছিলেন ইংল্যান্ডের ডেনিস অ্যামিস। ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে ১০৩ রান করেছিলেন অ্যামিস। তারপর ওয়ানডে ক্রিকেটের গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। দর্শক আকর্ষণের জন্য পাটা পিচে ওয়ানডে ক্রিকেটে ব্যাটসম্যানদের কাছে কিছুটা স,হজ হয়ে যায়। ক্রমাগত বাড়তে থাকে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যা। ৯০ এর দশকে ওয়ানডে ক্রিকেটে মোট যত সেঞ্চুরি হল ২০১০ থেকে ২০১৫ এর মধ্যে তার থেকে অনেক সেঞ্চুরি হল।
ওয়েব ডেস্ক: আজ ওয়ানডে ক্রিকেটের প্রথম শতরানের জন্মদিন বলতে পারেন। ১৯৭২ সালে আজকের দিনে মানে ২৪ অগাস্টই ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটা করেছিলেন ইংল্যান্ডের ডেনিস অ্যামিস। ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে ১০৩ রান করেছিলেন অ্যামিস। তারপর ওয়ানডে ক্রিকেটের গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। দর্শক আকর্ষণের জন্য পাটা পিচে ওয়ানডে ক্রিকেটে ব্যাটসম্যানদের কাছে কিছুটা স,হজ হয়ে যায়। ক্রমাগত বাড়তে থাকে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যা। ৯০ এর দশকে ওয়ানডে ক্রিকেটে মোট যত সেঞ্চুরি হল ২০১০ থেকে ২০১৫ এর মধ্যে তার থেকে অনেক সেঞ্চুরি হল।
আরও পড়ুন- ব্রাজিলের তরুণীর সঙ্গে রাত কাটানো বোল্টের ছবি দেখে কী বললেন গার্লফ্রেন্ড কাসি
গত ৪৪ বছরে ওয়ানডে ক্রিকেটে মোট ১৫১০টি সেঞ্চুরি হয়েছে। সেঞ্চুরি করেছেন ৩৪৯ জন ক্রিকেটার। সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন ভারতের ক্রিকেটাররা। সচিন-সৌরভদের দেশের ব্যাটসম্যানরা ওয়ানডেতে ২৪০টা সেঞ্চুরি করেছেন। তারপর আছে ওয়ানডে ক্রিকেটে সফলতম দেশ অস্ট্রেলিয়া (১৯৪)। তিন নম্বরে পাকিস্তান (১৭৩)। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা ১৬০ বার সেঞ্চুরি করেছেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা ১৫৮ বার শতরান করেছেন। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ১৩৮বার শতরান করেছেন।
In ODI's,1510 centuries have been scored.
This MahaShay Dennis Amiss scored the first of those, #OnThisDay pic.twitter.com/ZLNgr0Oo2f
— Virender Sehwag (@virendersehwag) August 24, 2016