লড়াইয়ে নামছেন মরগ্যান

ফেডারেশন কাপ ফাইনালে হারের পর আবার কলকাতার মাটিতে করিমের বিরুদ্ধে লড়াইয়ে নামছেন মরগ্যান। মরসুমে তিনবার সাক্ষাত হয়েছে। যার মধ্যে দুবারই সালগাঁওকরের কাছে হেরেছে ইস্টবেঙ্গল। প্রথম লেগে ৪-০ গোলে হারের পর গোয়ার ফতোদরা স্টেডিয়ামের ড্রেসিংরুমে টোলগে-মেহতাবের ঝামেলা এখন অতীত। আইলিগের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ঘরের মাঠে রবিবার খেলতে নামার আগে এই লড়াইকে নিজেদের বাঁচার লড়াই বলে ফুটবলারদের উদ্বুদ্ধ করছেন কোচ মরগ্যান।

Updated By: Mar 24, 2012, 08:41 PM IST

ফেডারেশন কাপ ফাইনালে হারের পর আবার কলকাতার মাটিতে করিমের বিরুদ্ধে লড়াইয়ে নামছেন মরগ্যান। মরসুমে তিনবার সাক্ষাত হয়েছে। যার মধ্যে দুবারই সালগাঁওকরের কাছে হেরেছে ইস্টবেঙ্গল। প্রথম লেগে ৪-০ গোলে হারের পর গোয়ার ফতোদরা স্টেডিয়ামের ড্রেসিংরুমে টোলগে-মেহতাবের ঝামেলা এখন অতীত। আইলিগের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ঘরের মাঠে রবিবার খেলতে নামার আগে এই লড়াইকে নিজেদের বাঁচার লড়াই বলে ফুটবলারদের উদ্বুদ্ধ করছেন কোচ মরগ্যান।
 
চিডি-সুয়েকাদের আটকাতে রবিবার মরগ্যনের অস্ত্র ৪-৩-৩ ছক। আপফ্রন্টে রবিন-টোলগের সঙ্গে জুড়তে চলেছেন বলজিত। ঘরের মাঠে মরগ্যানের স্ট্র্যাটেজি থেকেই স্পষ্ট, বাঁচার লড়াইয়ে পুরো ৩ পয়েন্ট পেতে মরিয়া কোচ মরগ্যান।

.