মরগ্যানের হাল ধোনিরই মত

একেবারে ধোনির মত হাল ইস্টবেঙ্গল কোচ মরগ্যানের। দল নিয়ে শুধু চিন্তা করলেই হচ্ছে না। ধোনি যেমন পিচ নিয়ে সারাক্ষণ নজরদারি করছেন। পিয়ারলেস ম্যাচের আগে মরগ্যানও তেমন তাঁর ক্লাবের মাঠের পরিচর্যার দিকে নজর দিচ্ছেন। ঘরোয়া লিগে বুধবার ক্লাবের মাঠে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। এমনিতে মাঠের পরিকাঠামোয় অসন্তুষ্ট মরগ্যান। তবুও খেলতেই যখন হবে,তখন নিজেই দায়িত্ব নিলেন মাঠের পরিকাঠামো নজরদারির। মালিদের মরগ্যানের আদেশ,মঙ্গলবার ও বুধবার মিলিয়ে যতবার সম্ভব মাঠ রোল করতে হবে।

Updated By: Nov 20, 2012, 09:10 PM IST

একেবারে ধোনির মত হাল ইস্টবেঙ্গল কোচ মরগ্যানের। দল নিয়ে শুধু চিন্তা করলেই হচ্ছে না। ধোনি যেমন পিচ নিয়ে সারাক্ষণ নজরদারি করছেন। পিয়ারলেস ম্যাচের আগে মরগ্যানও তেমন তাঁর ক্লাবের মাঠের পরিচর্যার দিকে নজর দিচ্ছেন। ঘরোয়া লিগে বুধবার ক্লাবের মাঠে খেলতে হবে ইস্টবেঙ্গলকে।এমনিতে মাঠের পরিকাঠামোয় অসন্তুষ্ট মরগ্যান। তবুও খেলতেই যখন হবে,তখন নিজেই দায়িত্ব নিলেন মাঠের পরিকাঠামো নজরদারির। মালিদের মরগ্যানের আদেশ,মঙ্গলবার ও বুধবার মিলিয়ে যতবার সম্ভব মাঠ রোল করতে হবে।
পিয়ারলেসের বিরুদ্ধে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চলেছেন মরগ্যান। চার্চিল ব্রাদার্স ম্যাচের প্রথম একাদশকে বসিয়ে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের খেলানোর ভাবনা ফুজাতোপের দলের বিরুদ্ধে। আগামি ২৪ তারিখ আই লিগের ম্যাচ। তার আগে কলকাতা লিগের ম্যাচে প্রথম একাদশের ফুটবলারদের খেলাতে নারাজ। তবে কি মরগ্যান হাল্কাভাবে নিচ্ছেন বুধবারের প্রতিপক্ষকে? লাল হলুদ কোচের দাবি, না। প্রতিপক্ষ পিয়ারলেস অজানা হলেও কোনও আত্মতুষ্টির জায়গা নেই তাঁর দলে। সোমবার ক্লাবে এসে বিদেশি আন্দ্রেই বোরিসিচের দাবি ছিল,তাঁর চুক্তিগত কোনও সমস্যা নেই। গত ৩০ সেপ্টেম্বর থেকে তিনি ফ্রি প্লেয়ার। মঙ্গলবার অনুশীলনের পর কোচ মরগ্যান ও আন্দ্রেই বোরিসিচের সঙ্গে বৈঠক করেন শীর্ষকর্তা দেবব্রত সরকার ও ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য। কর্তারা অবশ্য বিদেশি নির্বাচনের ক্ষেত্রে পুরো দায়িত্ব দিয়েছেন মরগ্যানের ঘাড়েই। দলের ফুটবলারদের বিরুদ্ধে মাঝমধ্যেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠছে। ফুটবল সচিবের দাবি,চুক্তিতেই ফুটবলারদের বলা রয়েছে শৃঙ্খলারক্ষার কথা। তা মেনে চলতে হবে। সম্প্রতি রাজু গায়কোয়াড় বিতর্কে জড়ালেও,তাঁর পাশেই দাঁড়াচ্ছে ক্লাব।
দ্বিতীয় দিনের অনুশীলনে খুব একটা নজর কাড়তে পারলেন না ইস্টবেঙ্গলের চতুর্থ বিদেশি হিসেবে আসা অসি ফুটবলার আন্দ্রে বোরিসিচ। অর্ধেক মাঠে নিজেদের মধ্যে ম্যাচ শুরু হতেই অসি স্ট্রাইকারের বল কন্ট্রোল সমস্যা চোখ এড়ায় না। পাসিংও সাদামাঠা। তবে স্পটকিকে অসি স্ট্রাইকারের লক্ষ্যভেদ করার ক্ষমতা চোখে পড়ার মত। যদিও এখনই তাঁর নিষ্প্রভতাকে আমল দিতে নারাজ ইস্টবেঙ্গল কোচ। মাত্র চারদিনের ট্রায়ালে দেখে ফুটবলার নেওয়ার সিস্টেমকে ঘুরিয়ে সমালোচনা করেন মরগ্যান।

.