বিশ্বকাপের এক ডজন 'কুরুক্ষেত্র' : মর্দোভিয়া অ্যারেনা
মর্দোভিয়া অ্যারেনা , সারান্সক
নিজস্ব প্রতিবেদন : মস্কো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত মর্দোভিয়ায় ৮ লক্ষ মানুষের বাস। আলাদা প্রজাতন্ত্র হলেও এটি রাশিয়ান ফেডারেশনের অন্তর্গত। বিশ্বকাপে দর্শক আসন সংখ্যা ৪৪ হাজারের একটু বেশি। বিশ্বকাপের পরে এই স্টেডিয়ামের আসন সংখ্যা ২৮ হাজারে নামিয়ে আনা হবে বলে জানা গিয়েছে। নতুন এই স্টেডিয়ামটি বিশ্বকাপের পরে এফসি মর্দোভিয়া সারানস্কের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করা হবে।
২০০৫ সালে দুটি স্থানীয় দল একসঙ্গে এই ক্লাবটি গঠন করেছিল। তখন অবশ্য নিয়মিত ভাবে এই স্টেডিয়ামটিকে ভাড়া দেওয়ার ব্যবস্থা করা হবে।
# মর্দোভিয়া অ্যারেনা , সারান্সক
* আসন সংখ্যা : ৪৪,৪৪২
কোন কোন ম্যাচ রয়েছে মর্দোভিয়া অ্যারেনা স্টেডিয়ামে | ||
@ গ্রুপ পর্ব : ►পেরু বনাম ডেনমার্ক (গ্রুপ-সি) |
@ নক আউট পর্ব : ►সূচিতে নক আউট পর্বের কোনও ম্যাচ নেই এই স্টেডিয়ামে |
আরও পড়ুন- বিশ্বকাপের এক ডজন 'কুরুক্ষেত্র' : সামারা অ্যারেনা