জয়ের খরা কাটল মোহনবাগানের

উনিশ মাস পর বড়ম্যাচ জয়ের খরা কাটাল মোহনবাগান। সুব্রত-প্রশান্ত জুটির হাত ধরে যুবভারতীতে শাপমোচন হল সবুজ-মেরুনের। ইস্টবেঙ্গল কোচ হিসাবে ডার্বি ম্যাচে প্রথমবার হারের স্বাদ পেলেন ট্রেভর জেমস মরগ্যান ।

Updated By: Nov 20, 2011, 09:27 PM IST

উনিশ মাস পর বড়ম্যাচ জয়ের খরা কাটাল মোহনবাগান। সুব্রত-প্রশান্ত জুটির হাত ধরে যুবভারতীতে শাপমোচন হল সবুজ-মেরুনের। ইস্টবেঙ্গল কোচ হিসাবে ডার্বি ম্যাচে প্রথমবার হারের স্বাদ পেলেন ট্রেভর জেমস মরগ্যান। ম্যাচে আগাগোড়া দাপট দেখিয়েও,জিততে পারল না ইস্টবেঙ্গল। একঝাঁক তারকার উপস্থিতির মধ্যেও বড়ম্যাচে যাবতীয় আকর্ষণ হয়ে রইলেন রেফারি প্রতাপ সিং। প্রথমার্ধে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন নাইজেরীয় গোলমেশিন ওকেলি ওডাফা। সবুজ-মেরুন জার্সি গায়ে প্রথম বড়ম্যাচেই গোল করলেন কিংকোবরা। যদিও পেনাল্টির ক্ষেত্রে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকছেই। পেনাল্টি বক্সে সুনীল ছেত্রীকে ওপারা ফাউল করলে পেনাল্টি পায় মোহনবাগান। উল্টোদিকে অ্যালান গওয়ের দুটি পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি প্রতাপ সিং। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় ইস্টবেঙ্গল। সঞ্জু প্রধান,রবিন সিংরা একের পর এক আক্রমন তুলে আনতে থাকেন বিপক্ষের বক্সে। কিন্তু মোহনবাগান ডিফেন্সের দৃঢতায় গোল পায়নি ইস্টবেঙ্গল। ডেম্পোর কাছে পাঁচ-শূন্য গোলে হার বাদ দিলে,আই লিগে মোহনবাগানের জয়ের ধারা অব্যাহত। ডেম্পোর পর লিগ তালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখল তারা।

.