CFL 2019: ঘরোয়া লিগে কাস্টমসের বিরুদ্ধে জিততে মরিয়া মোহনবাগান
রক্ষণ নিয়ে উদ্বেগের মাঝেই ভিকুনার সবচেয়ে বড় ভরসা জোসেবা বেইতিয়া।
নিজস্ব প্রতিবেদন : ঘরোয়া লিগে মোহনবাগানের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই। বুধবার ঘরের মাঠে প্রতিপক্ষ কলকাতা কাস্টমস। প্রথম ম্যাচেই পিয়ারলেসের কাছে ০-৩ গোলে হারতে হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। একা ক্রোমাই তছনছ করে দিয়েছে বাগান ডিফেন্সকে। তাই কাস্টমসের বিরুদ্ধে নামার আগে বাড়তি সতর্ক মোহনবাগান।
বুধবারের ম্যাচ বাড়তি গুরুত্ব পাচ্ছে ভিকুনার কাছে। লিগের লড়াইয়ে নামার আগে ডিফেন্সকে আরও জমাট করতে চাইছেন স্প্যানিশ কোচ। কুঁচকিতে হালকা চোট রয়েছে ডিফেন্ডার ফাঙ্ক মোরান্তের। এই অবস্থায় বুধবার কাদা মাঠে স্প্যানিশ মোরান্তেকে নামানোর ঝুঁকি কোচ নেবেন কিনা, তা নিয়ে সংশয় থাকছেই। মোরান্তে খেলতে না পারলে ডিফেন্সে খেলবেন ফান্স গঞ্জালেস।
Today Lalramchullova registered in favour of Mohun Bagan. Wish him a great season.#JoyMohunBagan pic.twitter.com/5BGgdMgDKP
— Mohun Bagan (@Mohun_Bagan) August 13, 2019
তবে বুধবারের ম্যাচে সুরু থেকেই খেলবেন স্প্যানিশ স্ট্রাইকার সালভা চামারো। রক্ষণ নিয়ে উদ্বেগের মাঝেই ভিকুনার সবচেয়ে বড় ভরসা জোসেবা বেইতিয়া। এখন পর্যন্ত তিনটে ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার। তবে বুধবার শুরু থেকে না খেললেও কিছুটা সময়ের জন্য মাঠে নামতে পারেন ইস্টবেঙ্গল থেকে এই মরশুমে মোহনবাগানে যোগ দেওয়া চুলোভা।
আরও পড়ুন - মঙ্গলবার সকালে মহমেডান ক্লাবে এসে নস্টালজিক মজিদ বাসকার