অ্যাওয়ে ম্যাচে লাজংয়ের কাছে আটকে গেল মোহনবাগান

অ্যাওয়ে ম্যাচে লাজংয়ের কাছে আটকে গেল মোহনবাগান। শিলংয়ে মোহনবাগান বনাম লাজং ম্যাচ শেষ হল এক-এক গোলে। পয়েন্ট নষ্ট করলেও ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে চলে এল সবুজ-মেরুন।

Updated By: Apr 12, 2017, 11:56 PM IST
অ্যাওয়ে ম্যাচে লাজংয়ের কাছে আটকে গেল মোহনবাগান

ওয়েব ডেস্ক : অ্যাওয়ে ম্যাচে লাজংয়ের কাছে আটকে গেল মোহনবাগান। শিলংয়ে মোহনবাগান বনাম লাজং ম্যাচ শেষ হল এক-এক গোলে। পয়েন্ট নষ্ট করলেও ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে চলে এল সবুজ-মেরুন।

খেতাবি দৌড়ে হোঁচট খেল মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে লাজংয়ের কাছে আটকে গেল সঞ্জয় সেন ব্রিগেড। ডার্বি জয়ের পরের ম্যাচ সবসময়ই কঠিন হয়। মোহনবাগানকেও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল পাহাড়ের দলটি। প্রথমার্ধে বাগান গোলকিপার দেবজিত মজুমদার কার্যত কুম্ভ হয়ে দাঁড়ান। দুরন্ত সব সেভ করে বাগানের পতন রক্ষা করেন। নাহলে বিরতির আগেই পিছিয়ে পড়তে পারত মোহনবাগান। বুধবার  বাগানের খেলা কখনই সেভাবে দানা বাঁধেনি। সোনিও ছিলেন অনেক নিস্প্রভ।

আরও পড়ুন- লাইফলাইন পেলেন ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মরগ্যান

ফলে উইং দিয়ে সেভাবে আক্রমন তৈরি হচ্ছিল না। প্রথমার্ধের শেষদিকেই যা খেলার খেলে সবুজ-মেরুন। সেই সময় একটা পেনাল্টিও পেতে পারত মোহনবাগান। দ্বিতীয়ার্ধেও বাগান ডিফেন্সকে চাপে রেখেছিলেন ডিপান্ডা-রা। তবে ম্যাচে প্রথমে লিড নেয় মোহনবাগানই। দুরন্ত গোল করে বাগানকে এগিয়ে দেন সুপারসাব জেজে। তবে সেই লিড স্থায়ী হয় মাত্র তিন মিনিট। বক্সের মধ্যে শেহনাজের হাতে বল লাগলে পেনাল্টি পায় লাজং। গোল করতে ভুল করেননি আই লিগের সর্বোচ্চ গোলদাতা ডিপান্ডা। গতবারও লাজংয়ের কাছে শেষমুহুর্তে গোল হজম করে খেতাবি দৌড়ে পিছিয়ে পড়েছিল মোহনবাগান। এবারও পাহাড়ে পয়েন্ট নষ্টের ট্র্যাডিশান অব্যাহত রাখল তারা। শনিবার অ্যাওয়ে ম্যাচে ফ্র্যাঞ্চাইজি দল মিনার্ভার মুখোমুখি হবেন সোনি-রা।

.