মোহনবাগানের ভাগ্য খোলে কি না তার জবাব ১৫ জানুয়ারি

চলতি আই লিগে মোহনবাগান খেলার সুযোগ পাবে কিনা কিংবা মোহনবাগানের শাস্তি কমবে কিনা,সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ১৫ জানুয়ারি। সেদিন রাজধানীতে বসছে ফেডারেশনের কার্যকরী সমিতির বৈঠক। কয়েকদিন আগেই নির্বাসনের বিরুদ্ধে ফেডারেশনের কার্যকরী সমিতিতে আপিল করেছিলেন মোহনবাগানের কর্তারা। সেই বৈঠকে মোহনবাগানের শাস্তির বিষয়টি পুনর্বিবেচনা করবে ফেডারেশনের সর্বোচ্চ কমিটি।

Updated By: Jan 3, 2013, 09:56 PM IST

চলতি আই লিগে মোহনবাগান খেলার সুযোগ পাবে কিনা কিংবা মোহনবাগানের শাস্তি কমবে কিনা,সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ১৫ জানুয়ারি। সেদিন রাজধানীতে বসছে ফেডারেশনের কার্যকরী সমিতির বৈঠক। কয়েকদিন আগেই নির্বাসনের বিরুদ্ধে ফেডারেশনের কার্যকরী সমিতিতে আপিল করেছিলেন মোহনবাগানের কর্তারা। সেই বৈঠকে মোহনবাগানের শাস্তির বিষয়টি পুনর্বিবেচনা করবে ফেডারেশনের সর্বোচ্চ কমিটি।
তাদের আবেদন মেনে ফেডারেশন কার্যকরী সমিতির বৈঠক ডাকায় কৃতজ্ঞতা জানিয়েছেন মোহনবাগানের শীর্ষকর্তা দেবাশিস দত্ত। মোহনবাগান কর্তাদের আশা ফেডারেশনের কাছে সুবিচার পাবেন তারা। কার্যকরী সমিতির বৈঠকের কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে ৯ জানুযারীর আই লিগের কোর কমিটির বৈঠক।
মোহনবাগানের শাস্তি নিয়ে সরব ডেম্পোর ফুটবলাররাও: তিন বছরের জন্য আই লিগ থেকে নির্বাসিত মোহনবাগান। শতাব্দী প্রাচীন ক্লাবটির শাস্তিতে সরব হয়েছে বাংলার ফুটবল মহল। কলকাতায় আই লিগের ম্যাচ খেলতে এসে মোহনবাগানের শাস্তি নিয়ে সরব হলেন ডেম্পো কোচ-ফুটবলাররাও। পনেরোই জানুযারি বসছে কার্যকরী সমিতির বৈঠক। সবাই এখন তাকিয়ে আছে সেই বৈঠকের দিকেই।

.