Mohun Bagan: কোচ বদলে ফের জয় সরণিতে! সুপার কাপের প্রথম ম্যাচে জিতল মোহনবাগান...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: কোচ বদলে ফের জয়ের সরণীতে মোহনবাগান। সুপার কাপে প্রথমে ম্যাচে পিছিয়ে পড়েও শ্রীনিধি ডেকানকে হারিয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচে ফল ২-১।

আরও পড়ুন:  East Bengal: সুপার কাপে লাল-হলুদ ঝড়! জয় দিয়ে অভিযান শুরু ইস্টবেঙ্গলের...

চলতি আইএসএলে পরপর ৩ ম্যাচে হার।  জুয়ান ফেরান্দো এখন অতীত। মোহনবাগানের কোচের দায়িত্বে ফের অ্যান্তোনিয়ো লোপেজ হাবাস। এখনও অবশ্য দলের সঙ্গে যোগ দেননি তিনি। আজ, মঙ্গলবার সুপার কাপে মোহনবাগানের প্রথম ম্যাচ ছিল শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে। কোচের দায়িত্ব সামলালেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। 

খাতায়-কলমে শক্তিশালী দল মোহনবাগানই। কিন্তু ম্যাচে শুরুতে বেশি আক্রমণ করছিল শ্রীনিধিই।  ১৭ মিনিটে সুযোগও গোলের সুযোগও এসেছিল। কিন্তু বল জাল পাঠাতে পারেননি লালরোমাওয়াইয়া। এরপর ২৭ মিনিটের পেনাল্টি পায় শ্রীনিধি। এবার আর ভুল করেননি উইলিয়াম অলিভিয়েরা। 

পিছিয়ে পড়ার পর আক্রমণের চাপ বাড়ায় মোহনবাগান। ম্যাচে সমতা ফেরে ৩৯ মিনিটের মাথায়। অভিষেক সূর্যবংশীর শট বারে লেগে ফেরে। ফিরতি বল জালে জড়িয়ে দেন কামিংস। দ্বিতীয়ার্ধে অবশ্য দাপট ছিল মোহনবাগানেরই। ৭১ মিনিটে জয়সূচক গোলটি করেন সাদিকু।

আরও পড়ুন:  Mohammed Shami: বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের স্বীকৃতি! শামি পেলেন অর্জুন পুরস্কার..,

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

English Title: 
Mohun Bagan wins their first Match in Super cup
News Source: 
Home Title: 

কোচ বদলে ফের জয় সরণীতে! সুপার কাপের প্রথম ম্যাচে জিতল মোহনবাগান... 

Mohun Bagan: কোচ বদলে ফের জয় সরণিতে! সুপার কাপের প্রথম ম্যাচে জিতল মোহনবাগান...
Yes
Is Blog?: 
No
Section: