আজ ড্র করলেই ভারতসেরা মোহনবাগান, সবুজ মেরুনে ভেসে যাওয়ার অপেক্ষায় শহর
আজ বেঙ্গালুরুর কান্তারাভা স্টেডিয়ামে মোহনবাগানের ইতিহাসে হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচ ড্র রাখতে পারলেই ১৩ বছর পর দেশের পয়লা নম্বর টুর্নামেন্ট জিতে নেবে মোহনবাগান।
ওয়েব ডেস্ক: আজ বেঙ্গালুরুর কান্তারাভা স্টেডিয়ামে মোহনবাগানের ইতিহাসে হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচ ড্র রাখতে পারলেই ১৩ বছর পর দেশের পয়লা নম্বর টুর্নামেন্ট জিতে নেবে মোহনবাগান।
সোনি বনাম সুনীল। বোয়া বনাম রুনি। ওয়েস্টউড বনাম সঞ্জয় সেন। মোহনবাগান বনাম বেঙ্গালুর এফসি ম্যাচ ঘিরে নানা রং,নানা ডুয়েল। বেঙ্গালুরুর মাঠে না হারলেই ভারতসেরা হবে মোহনবাগান। অন্যদিকে মেগা ম্যাচে বাজিমাত করলেই টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হবে বেঙ্গালুরু।
মেগা ম্যাচে আগে প্রস্তুত সবুজমেরুন। আর মাত্র একটা হার্ডেল। লড়াই আর নব্বই মিনিটের। সুপার সান্ডেতে দ্বৈরথ বেঙ্গালুরু এফসি ও মোহনবাগানের। তেরো বছর অপেক্ষার পর আই লিগ জয়ের হাতছানি সবুজমেরুনের। শেষ এক দশকে হয়তো ক্লাবের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছেন বাগান ফুটবলাররা। যুদ্ধের আগে প্রস্তুত সঞ্জয় সেন ব্রিগেড। রবিবারের ম্যাচ মাঠের থেকেই মানসিক লড়াই বেশি। সোনি,বোয়াদের সেটাই বারবার বোঝাচ্ছেন মোহনবাগান কোচ। শনিবার সকালে কান্তিরাভা স্টেডিয়ামে ঘন্টাখানেক অনুশীলন করেন শিল্টন,কিংশুকরা। সুনীল,রুনিদের আক্রমণ কিভাবে থামানো যাবে সেটা বেলোদের বারবার বুঝিয়েদেন সঞ্জয়। বেঙ্গালুরুর সেট পিস মুভমেন্ট থামাতে প্রস্তুত কিংশুকরা। আসলে এই ম্যাচে গুরুত্বটা বাগানে সবারই জানা।
গুরুত্বপূর্ণ ম্যাচে উইনিং কম্বিনেশনে বদল করছেন সঞ্জয় সেন। সুখেন দের বদলে রক্ষণে ফিরছেন ধনচন্দ্র সিং। বাকি দলে বদলের সম্ভাবনা কম। যদিও ফরওয়ার্ডে বলবন্তের বদলি হিসেবে তৈরি রাখা হচ্ছে জেজেকে। সোনি,কাতসুমি ও বোয়ার ত্রিফলা আক্রমণে সুনীলদের পাল্টা চাপে ফেলাই লক্ষ্য মোহনবাগানের।