Mohun Bagan Super Giant: 'চেনা' লোককেই দায়িত্ব, মোহনবাগানের নতুন কোচ জোসে ফ্রান্সিকো মোলিনা...
গত মরসুমে স্পেনের ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন মোলিনা। ২০১৬ সালে কোচিং করিয়েছেন অ্যাটলেটিকো কলকাতায়ও। মোহনবাগান কর্তাদের পূর্ব পরিচিত তিনি। অভিজ্ঞতাও যথেষ্ট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: স্পেনের ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। এবার মোহনবাগান সুপার জায়েন্টের নতুন কোচ হলেন জোসে ফ্রান্সিকো মোলিনা। বললেন, 'মোহনবাগান সুপার জায়ান্ট দলের মতো ঐতিহ্যশালী ক্লাবের কোচ হতে পেরে আমি সম্মানিত। ক্লাবকে আরও বেশি সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব'।
আরও পড়ুন: Bengal Pro T20 League: ইডেনে নুসরতের আগুনে উদ্বোধনী মশাল জ্বলল বঙ্গ টি-২০ লিগের
গত মরসুমের মাঝ-পথে দায়িত্ব নিয়ে মোহনবাগানকে আইএসএল চ্য়াম্পিয়ন করেছিলেন আন্তোনিয়ো লোপেজ হাবাস। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে এবার আর কোচ থাকতে চাননি তিনি। নতুন কোচের সন্ধানে ছিল সবুজ-মেরুন কর্তারা।
গত মরসুমে স্পেনের ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন মোলিনা। ২০১৬ সালে কোচিং করিয়েছেন অ্যাটলেটিকো কলকাতায়ও। মোহনবাগান কর্তাদের পূর্ব পরিচিত তিনি। অভিজ্ঞতাও যথেষ্ট। সবদিকে বিবেচনা করে তাঁকেই টিমের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিলেন মোহনাবাগান কর্তারা।
এদিকে গতবার সর্বভারতী স্তরে রীতিমতো সফল মোহনবাগান। আইএসএল কো বটেই, ডুরান্ড কাপও জিতেছে ক্লাব। ফলে এবার সমর্থকদের প্রত্যাশার চাপও বেশি। হাবাস পরবর্তী সময়ে সেই চাপ সামলাতে হবে মোলিনাকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)