স্প্যানিশ কোচের হাত ধরে এবার বাগানে এল স্প্যানিশ ডিফেন্ডার

গ্রানাডা, করডোবা বি দলের মতো স্প্যানিশ ক্লাবে খেলেছেন

Updated By: Jun 5, 2019, 08:54 PM IST
স্প্যানিশ কোচের হাত ধরে এবার বাগানে এল স্প্যানিশ ডিফেন্ডার

নিজস্ব প্রতিবেদন : স্প্যানিশ কোচের পর এবার স্প্যানিশ ডিফেন্ডার এল মোহনবাগানে। কিবু ভিকুনা নিয়ে এলেন স্বদেশীয় ডিফেন্ডার। ২৬ বছর বসয়ী ডিফেন্ডার ফ্রান্সিসকো মোরান্তে মার্টিনেজকে সই করালো সবুজ-মেরুন।

ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার পর স্প্যানিশ ডিফেন্ডার বোরহা পেরেজকে নিয়ে এসেছিলেন আলেসান্দ্রো। সেই পথেই হেঁটেই এবার মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা নিয়ে এলেন স্পেনের ডিফেন্ডার ফ্রান্সিসকো মোরান্তে মার্টিনেজকে। ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার অবশ্য ফ্রান মোরান্তে বলেই বেশি পরিচিত। গত মরশুমে স্পেনের তৃতীয় ডিভিশনের ক্লাবের হয়ে ২৮টি ম্যাচ খেলেছেন তিনি। ২৭টি লিগ ম্যাচের পাশাপাশি খেলেছেন কোপা দেল-রে তে। গ্রানাডা, করডোবা বি দলের মতো স্প্যানিশ ক্লাবে খেলেছেন মোরান্তে।

এরিয়াল বল আর অ্যান্টিসিপেশন নাকি দারুণ ভালো স্প্যানিশ এই ডিফেন্ডারের। তাই মনে করা হচ্ছে ময়দানে দাঁড়িয়ে গেলে বাগান ডিফেন্সের স্তম্ভ হয়ে উঠতে পারেনবাগানের নয়া স্প্যানিয়ার্ড ফ্রান মোরান্তে। 

আরও পড়ুন - কুরাকাওয়ের কাছে হারলেও রেকর্ড গড়লেন সুনীল ছেত্রী

.