চামারোর পরিবর্ত হিসেবে মোহনবাগানে আসছেন লা লিগায় খেলা স্ট্রাইকার
এ লিগের ক্লাব অ্যাডিলেড ইউনাইটেড থেকে সবুজ-মেরুনে এলেন ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার।
নিজস্ব প্রতিবেদন: বড় ম্যাচের আগেই স্প্যানিশ স্ট্রাইকার সালভা চামারোর পরিবর্ত খুঁজে নিল মোহনবাগান। লা লিগায় খেলা সেনেগালের স্ট্রাইকার পাপা বাবাকার দিওয়ারাকে দলে নিল মোহনবাগান।
এ লিগের ক্লাব অ্যাডিলেড ইউনাইটেড থেকে সবুজ-মেরুনে এলেন ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার। সেভিয়া, লেভান্তে, গেটাফের মতো লা লিগার ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে বাগানের এই নতুন স্ট্রাইকারের। সালভা চামারোর জায়গায় মানিয়ে নিতে পারবেন বলে বাবা দিওয়ারা এমনটাই মনে করছে বাগান থিঙ্কট্যাঙ্ক।
Mohun Bagan rope in new striker for rest of the season. For more details please follow the official website linkhttps://t.co/G2S2vsY4tb#ILeague #JoyMohunBagan pic.twitter.com/TlNtoFZnZ1
— Mohun Bagan (@Mohun_Bagan) December 17, 2019
ইতিমধ্যেই কলকাতায় আসার জন্য ভিসার আবেদনও করেছেন দিওয়ারা। তবে ডার্বিতে খেলা হচ্ছে না তাঁর। জানুযারি মাসেই সবুজ-মেরুন জার্সিতে অভিষেক হবে লা লিগায় খেলা এই স্ট্রাইকারের।
আরও পড়ুন - IND vs WI: আজ দ্বিতীয় একদিনের ম্যাচ; কখন, কোথায় দেখবেন Live;জেনে নিন