আই লিগ জয়ীদের হারিয়ে দিল আর্মি একাদশ, ঘরোয়া লিগ হয়তো এবারও অধরাই থাকছে মোহনবাগানের

Updated By: Aug 25, 2015, 07:08 PM IST

আর্মি একাদশ (১) মোহনবাগান (০)

ওয়েব ডেস্ক: চলতি মরসুমে প্রথমবার হারের মুখ দেখল মোহনবাগান। বারাসতে আর্মি একাদশের কাছে ০-১ গোলে হেরে গেল আই লিগ চ্যাম্পিয়নরা। মঙ্গলবার সেনাবাহিনীর কাছে হেরে খেতাবি লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ল সঞ্জয় সেনের দল। কয়েকদিন আগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুগোলে এগিয়ে থেকেও জিততে পারেনি জিততে পারেনি আর্মি। মঙ্গলবার বারাসতে অবশ্য দুরন্ত লড়ে মোহনবাগানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় সাজির ছেলেরা।

ম্যাচের শুরু থেকেই নড়বড়ে ছিল সবুজ-মেরুন ডিফেন্স। অর্জুন টুডুরা বারবার চাপে রাখছিলেন প্রতীক চৌধুরী-সঞ্জয় বালমুচুদের। শিল্টন বেশ কয়েকটা দুরন্ত সেভ করে মোহনবাগানকে ম্যাচে রাখেন। তবে সময় যত গড়িয়েছে ততই ম্যাচে দাপট দেখিয়েছেন কাতসুমিরা। ডুডু-আসিফরা একাধিক গোলের সুযোগ নষ্ট করায় প্রথমার্ধে লিড নিতে পারেনি মোহনবাগান। দ্বিতীয়ার্ধে পি জৈনের অসাধারণ গোলে লিড নিয়ে নেয় আর্মি। বাঁ পায়ের দুরন্ত শটে গোল করে যান সেনাবাহিনীর এই স্ট্রাইকার। ইস্টবেঙ্গল ম্যাচেও গোল করেছিলেন পি জৈন। পিছিয়ে পরার পর মরিয়া হয়ে ঝাঁপায় মোহনবাগান।

কিছুটা বাধ্য হয়ে কাতসুমির জায়গায় স্ট্রাইকার হিসাবে গুস্তাভোকে নামান সঞ্জয় সেন। তাতেও সমতা ফেরাতে পারেনি মোহনবাগান। পাঁচ ম্যাচে আট পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে থাকা ইস্টবেঙ্গলের থেকে পাঁচ পয়েন্টে পিছিয়ে সবুজ-মেরুন।ফলে বলাই যায় মঙ্গলবার হেরে লিগের খেতাবি পথটা নিজেরাই কঠিন করে ফেললেন ডুডু-কাতসুমিরা।

.