দেশ জয়ের পর এবার বাংলা জয়ের স্বপ্ন দেখছে বাগান
তেরো বছর পর আই লিগ চ্যাম্পিয়ন হয়ে মোহনবাগানে ট্রফির খরা কেটেছে। নতুন মরশুমে সবুজ-মেরুন ফুটবলারদের ঘিরে প্রত্যাশা বেড়েছে দ্বিগুন। অনুশীলনে প্রতিদিনই নিয়ম করে মাঠে আসছেন সমর্থকরা। গত পাঁচ বছর ঘরোয়া লিগ জেতেনি একশো ছাব্বিশ বছরের এই ক্লাব। ভারত সেরা হওয়ার পর এবার বাংলা জয়ের স্বপ্ন দেখছেন সমর্থকরা। বাগান অধিনায়ক শিল্টন পাল অবশ্য এই প্রত্যাশাকে চাপ হিসেবে দেখছেন না।
ওয়েব ডেস্ক: তেরো বছর পর আই লিগ চ্যাম্পিয়ন হয়ে মোহনবাগানে ট্রফির খরা কেটেছে। নতুন মরশুমে সবুজ-মেরুন ফুটবলারদের ঘিরে প্রত্যাশা বেড়েছে দ্বিগুন। অনুশীলনে প্রতিদিনই নিয়ম করে মাঠে আসছেন সমর্থকরা। গত পাঁচ বছর ঘরোয়া লিগ জেতেনি একশো ছাব্বিশ বছরের এই ক্লাব। ভারত সেরা হওয়ার পর এবার বাংলা জয়ের স্বপ্ন দেখছেন সমর্থকরা। বাগান অধিনায়ক শিল্টন পাল অবশ্য এই প্রত্যাশাকে চাপ হিসেবে দেখছেন না।
চোট সারিয়ে সবে মাঠে ফেরায় আপাতত দলের সঙ্গে অনুশীলন করছেন না শিল্টন। তবে ঘরোয়া লিগের প্রথম ম্যাচের আগে ফিট হওয়ার বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত এই গোলরক্ষক তথা দলনেতা।