Mohun Bagan Super Giant: হেরেও সুপার সিক্সে মেরিনার্স, ১০ জনে খেলল ডায়মন্ড হারবার, গর্বিত অভিষেক

Mohun Bagan goes super six Kolkata League: মোহনবাগান পারল না ১০ জনের ডায়মন্ড হারবারকে হারাতে। কিন্তু তাদের সুপার সিক্সে যাওয়া আটকাল না।

Updated By: Sep 17, 2023, 08:07 PM IST
Mohun Bagan Super Giant: হেরেও সুপার সিক্সে মেরিনার্স, ১০ জনে খেলল ডায়মন্ড হারবার, গর্বিত অভিষেক
দলের জয়ে উচ্ছ্বসিত অভিষেক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতা লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোহনবাগান খেলতে নেমেছিল ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে (Kolkata League Mohun Bagan vs Diamond Harbor FC)। রবিবার নৈহাটি স্টেডিয়ামে ডায়মন্ড হারবার ১-০ গোলে হারিয়ে দেয় মোহনবাগানকে। হেরেও বাস্তব রায়ের শিষ্যরা পৌঁছে গেল লিগের সুপার সিক্সে। এদিন সুপ্রিয় পণ্ডিতের একমাত্র গোলে ডায়মন্ড এই ম্য়াচ জিতেছে। ডায়মন্ডের অয়ন মণ্ডল দু'টি হলুদ কার্ড দেখায় এদিন তারা দ্বিতীয়ার্ধের পুরোটাই ১০ জনে খেলে। একজন কম খেলা ডায়মন্ডকেও এদিন পাল তোলা নৌকা হারাতে পারেনি। সুপ্রিয়দের জয়ে উচ্ছ্বসিত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। টুইট করে দলকে শুভেচ্ছা জানিয়েছেন কর্ণধার। 

আরও পড়ুন: Mohun Bagan: এই তিন দলই আইএসএলে দেবে বেগ! ভবিষ্যদ্বাণী ফেরান্দোর, আশিকের চোট নিয়ে এল মেগা আপডেট

অভিষেক লেখেন, '১০ জনে খেলেও অবিশ্বাস্য জয় পেয়েছে ডিএইচএফসি। খেলোয়াড়দের বীরত্ব দেখে আমি তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। কিবু ভিকুনাকেও জানাই কৃতজ্ঞতা। আমাদের আকাঙ্খার বাস্তবায়নে অদম্য বিশ্বাস দেখিয়েছেন তিনি। নিরলসভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে।' তবে এদিন সুপার সিক্সে উঠলেও রীতিমতো চাপে থাকবে মোহনবাগান। কারণ সুপার সিক্সের বারি পাঁচ দলের চেয়ে পয়েন্টের নিরিখে অনেকটাই পিছিয়ে রইল বাস্তবের শিষ্য়রা। লিগের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্যায়ের পয়েন্ট আগামী পর্বে ক্যারি ফরোয়ার্ড হবে! ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে উঠেছে মোহনবাগান।  ইস্টবেঙ্গলের ঝুলিয়ে রয়েছে ৩০ পয়েন্ট। মহমেডানের পেয়েছে ২৯। এবার কলকাতা লিগও জমে গেল। তবে এদিন ডায়মন্ডের ফুটবলের প্রশংসা করতেই হবে, যেভাবে তারা মোহনবাগানকে রুখে দিয়েছে। ২০২১ সালের ‘এমপি কাপ’-এর সময় অভিষেক জানিয়ে ছিলেন যে, এবার তাঁর ফুটবল টিম আসতে চলেছে। চার-পাঁচ মাসের মধ্যেই দল প্রস্ততু হয়ে গিয়েছিল। বঙ্গজ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার থেকে অনুমতি পেয়েই খেলতে শুরু করে দেয় অভিষেকের দল। 

আরও পড়ুন: East Bengal: 'লং...লং...লং'! এলসের চোট থেকে এশিয়াডে ফুটবলার ছাড়া, অপকট কুয়াদ্রাত

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.