এই মরশুমে কি মোহনবাগানে সোনি? কী বললেন বাগানের স্প্যানিশ কোচ, জেনে নিন

ইতিমধ্যেই স্প্যানিশ ডিফেন্ডার ফ্রান্সিসকো মোরান্তে মার্টিনেজ এবং সালভাদোর পেরেজ মার্টিনেজকে সই করিয়েছে মোহনবাগান।

Reported By: সুখেন্দু সরকার | Updated By: Jul 2, 2019, 07:58 PM IST
এই মরশুমে কি মোহনবাগানে সোনি? কী বললেন বাগানের স্প্যানিশ কোচ, জেনে নিন

সুখেন্দু সরকার

মোহনবাগান জনতার প্রাণভোমরা সোনি নর্ডিকে নতুন মরশুমে সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে কিনা তা এখনও চূড়ান্ত নয়। প্রাথমিকভাবে এবার সোনিকে দলে রাখেননি বাগান কর্তারা। কিন্তু এবার কী হবে? সোনিকে নিয়ে যে বাগানের নতুন কোচ কিবু ভিকুনার কাছে প্রশ্ন উড়ে আসবে সেটা হয়তো আগে থেকেই আঁচ করেছিলেন স্প্যানিশ কোচ। কোনও বিতর্কের পথে না হেঁটে ভিকুনা জানিয়ে দিলেন বাগানের দরজা এখনও বন্ধ হয়নি হাইতিয়ান তারকার জন্য।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কিবু ভিকুনা বলেন, "আমরা দুজন বিদেশি নিয়েছি। তৃতীয় বিদেশি নিয়ে কথা চলছে। সোনি ভালো ফুটবলার। কিন্তু এই মুহূর্তে ও দলে নেই। তবে ভবিষ্যতে দেখা যেতে পারে। এখনই ওকে নিয়ে কিছু বলার সময় হয়নি।" বাগান জার্সিতে ধারাবাহিক সফল হলেও গতবছর ব্যর্থতাই সঙ্গী ছিল সোনি নর্ডির। অতীতে দলের খারাপ সময়ে অনেক ম্যাচ জিতিয়েছেন হাইতিয়ান ম্যাজিশিয়ান। নিজের খারাপ সময়ে এখন মোহনবাগানের ডাক পাওয়ার অপেক্ষাতেই সোনি।

আরও পড়ুন - কাজ শুরু করে দিলেন মোহনবাগান কোচ কিবু

ইতিমধ্যেই স্প্যানিশ ডিফেন্ডার ফ্রান্সিসকো মোরান্তে মার্টিনেজ এবং সালভাদোর পেরেজ মার্টিনেজকে সই করিয়েছে মোহনবাগান। তৃতীয় বিদেশির নাম দ্রুত ঘোষণা করা হবে।

.