জিততে শিখেছে মৃদুলের বাগান

কোচ বদল হওয়ার পর জয়ের ধারা অব্যাহত রেখেছে মোহনবাগান। আইলিগে এয়ার ইন্ডিয়াকে হারানোর পর কলকাতা লিগেও জয়। বৃহস্পতিবার ঘরোয়া লিগে কালিঘাটকে ৪-১ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন। প্রথমার্ধে মোহনবাগানের হয়ে গোলের মুখ খোলেন মনীশ মাথানি। তার কিছু পরেই ব্যবধান বাড়ান অনিল কুমার। দুই গোলে পিছিয়ে যাওয়ার পর আক্রমণের ঝড় তোলে কালিঘাট।

Updated By: Nov 1, 2012, 09:17 PM IST

মোহনবাগান (৪) কালিঘাট (১)
কোচ বদল হওয়ার পর জয়ের ধারা অব্যাহত রেখেছে মোহনবাগান। আইলিগে এয়ার ইন্ডিয়াকে হারানোর পর কলকাতা লিগেও জয়। বৃহস্পতিবার ঘরোয়া লিগে কালিঘাটকে ৪-১ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন। প্রথমার্ধে মোহনবাগানের হয়ে গোলের মুখ খোলেন মনীশ মাথানি। তার কিছু পরেই ব্যবধান বাড়ান অনিল কুমার। দুই গোলে পিছিয়ে যাওয়ার পর আক্রমণের ঝড় তোলে কালিঘাট।
অবশেষে সাফল্য পায় তাঁরা। একটি ভুল পাসকে কাজে লাগিয়ে কালিঘাটের হয়ে গোল করেন বিদেশি শুন। দ্বিতীয়ার্ধে কালিঘাটকে গোল করার কোন সুযোগই দেননি মৃদুল ব্যানার্জির ছেলেরা। বরং আরও দুটি গোল করে মোহনবাগান। দলের হয়ে গোল করেন মনীশ ভার্গব এবং স্নেহাশিস চক্রবর্তী। এই ম্যাচেও বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করেছে মোহনবাগান। কমপক্ষে আরও দুটি গোল করতে পারত তাঁরা।

.