আইলিগে আইজল এফসিকে ৩-২ গোলে হারিয়ে লালহলুদের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে সবুজ মেরুন

ওয়েব ডেস্ক : ইস্টবেঙ্গলকে ধরে ফেলল মোহনবাগান। আইলিগে আইজল এফসিকে ৩-২ গোলে হারিয়ে লালহলুদের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রইল সবুজ মেরুন। ড্যারেল ডাফির জোড়া গোলে সরোবরে তিন পয়েন্ট নিশ্চিত করল সবুজমেরুন। সমতলে পাহাড় কাঁটা উপরোতে কার্যত ঘাম ছুটে গেল সঞ্জয় সেনের দলের। শেষদিকে ড্যাপির পেনাল্টি থেকে গোল না করলে ডার্বির আগেই হোঁচট খেত বাগান। পাঁচ পাঁচটা গোল, পেনাল্টির সঙ্গে হলুদ কার্ডের ছড়াছড়ি। সরোবরে বাগান-আইজল দ্বৈরথে নাটকের খামতি ছিল না। কাতসুমিদের ডেরায় তাদেরকেই বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল খলিজ জামিলের আইজল।

আরও পড়ুন- টেকনিক্যালি রোনাল্ডোর থেকে অনেক ভালো ফুটবলার নেইমার, বললেন পেলে

সমর্থকদের ব্লাড প্রেসার বাড়িয়ে অবশেষে এল স্বস্তির জয়। শনিবারের সন্ধ্যায় ম্যাচের শুরুটা অবশ্য দুরন্ত করেছিল ফেড কাপ চ্যাম্পিয়নরা। মাত্র এক মিনিটেই কাতসুমির সেন্টার থেকে গোল করে দলকে এগিয়ে দেন ডাফি। তারপরই অবশ্য ম্যাচ থেকে হারিয়ে যান শেনহাজ, প্রবীররা। বিরতির আগেই বাগান রক্ষনকে বোকা বানিয়ে গোল করে দলকে সমতায় ফেরান জয়েশ রানে। চোটের জন্য এরপরই মাঠ ছাড়েন কিংশুক।  বাষট্টি মিনিটে সেই কাতসুমির পাশ থেকে নিজের শহরের দলের বিরুদ্ধে গোল করেন জেজে। নাটক অবশ্য তারপরও বাকি ছিল। ৬৯ মিনিটে আশুতোষ মেহেতার গোলে আরও একবার সমতা ফেরায় পাহাড়ের দলটি। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের শেষ নাটকটা পঁচাশি মিনিটে। কাতুসমিকে বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় সবুজমেরুন। পেনাল্টি থেকে গোল করে দলকে জেতালেন স্কটিশ স্টাইকার ডাফি। ছটা গোল করে পৌছে গেলেন সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এক নম্বরে। ছয় ম্যাচে ষোল পয়েন্ট নিয়ে লালহলুদের সঙ্গে ষোল পয়েন্টে দাঁড়িয়ে সবুজমেরুন।

English Title: 
Mohun Bagan beat Aizawl FC to stand equal with East Bengal in I-league
News Source: 
Home Title: 

আইলিগে আইজল এফসিকে ৩-২ গোলে হারিয়ে লালহলুদের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে সবুজ মেরুন

আইলিগে আইজল এফসিকে ৩-২ গোলে হারিয়ে লালহলুদের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে সবুজ মেরুন
Yes
Is Blog?: 
No
Section: