'৮৩-র বিশ্বকাপ জয়ের স্মৃতি তুলে ধরে ভারতীয় যুব দলকে তাতালেন মহিন্দর অমরনাথ

Updated By: Oct 8, 2017, 06:34 PM IST
'৮৩-র বিশ্বকাপ জয়ের স্মৃতি তুলে ধরে ভারতীয় যুব দলকে তাতালেন মহিন্দর অমরনাথ

ওয়েব ডেস্ক : ভারতীয় ফুটবল দলকে কামব্যাকের জন্য উদ্বুদ্ধ করলেন ভারতীয় ক্রিকেটের কামব্যাক ম্যান। তিরাশির ক্রিকেট বিশ্বকাপ জয়ের স্মৃতি তুলে ধরে ভারতীয় যুব দলকে তাতালেন মহিন্দর অমরনাথ।

আরও পড়ুন, ধোনিকে বড় ক্রিকেটার বানিয়েছে সৌরভের আত্মত্যাগ : সেওয়াগ

অনূর্ধ্ব-সতেরো বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছে ভারত। সোমবার গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তার আগে তিরাশির ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের সেরা ক্রিকেটার মহিন্দর অমরনাথ হোটেলে গিয়ে অমরজিত,আনোয়ার, কোমলদের চাঙ্গা করে আসেন। মহিন্দর অমরনাথ ভারতীয় দলে কামব্যাক করেই সাফল্য পেয়েছিলেন। নিজের সেই সাফল্যের কাহিনী ও ভারতীয় ফুটবলারদের সামনে তুলে ধরেন অমরনাথ।

আরও পড়ুন, হাউসফুল যুবভারতী, তিন দশকের ইতিহাসে নতুন মাইলফলক

.